Redmi Note 11 সিরিজ 28 অক্টোবর হবে লঞ্চ, জেনে নিন কত হবে দাম

Redmi Note 11 সিরিজ 28 অক্টোবর হবে লঞ্চ, জেনে নিন কত হবে দাম
HIGHLIGHTS

Redmi Note 11 সিরিজে আসবে তিনটি ডিভাইস- Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + মডেল

Redmi Note 11 সিরিজ আগামী 28 অক্টোবর লঞ্চ করছে

Redmi Note 11 মডেলে থাকতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর

Redmi Note 11 সিরিজ লঞ্চ করতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। শাওমির তরফে কনফার্ম করা হয়েছে যে Redmi Note 11 সিরিজ আগামী 28 অক্টোবর লঞ্চ করছে। বেশ কিছু টিজারে প্রকাশ পেয়েছে যে এই সিরিজের স্মার্টফোন আসবে রেক্ট্যাঙ্গেল ক্যামেরা মডিউলের সঙ্গে। সাথে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে সাইটের ফিচার। এই ডিভাইস আসতে পারে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে। টিজার থেকে জানা যাচ্ছে যে এই ফোন আসতে পারে মিস্টি ফরেস্ট কালার ভ্যারিয়েন্টের সাথে।

জানা যাচ্ছে Redmi Note 11 সিরিজে আসবে তিনটি ডিভাইস- Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + মডেল। এই মোবাইলগুলিতে থাকতে পারে 120Hz প্যানেল এবং মিডিয়াটেক চিপসেট। চিনে Redmi Note 11 হ্যান্ডসেটের দাম হতে পারে 1199 Yuan । যা ইন্ডিয়ান কারেন্সিতে হতে পারে 14,000 টাকা মতন। আসুন জেনে নেওয়া যাক Redmi Note 11 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন কেমন হতে পারে-

Redmi Note 11 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন-

Redmi Note 11 সিরিজে আসতে পারে তিনটি ডিভাইস- Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + মডেল। জানা যাচ্ছে এই ডিভাইসে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে সাইটের ফিচার এবং পাঞ্চ হোল ডিসপ্লে। রিয়ার ক্যামেরা মডিউলে থাকতে পারে চারটি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। মনে করা হচ্ছে যে এই ফোনের পিছনের অংশে থাকবে Redmi 5G লোগো । এছাড়া সামনের অংশে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে।

Redmi Note 11 মডেলের ওজন হতে পারে 8.34mm থিক। ডানদিকের অংশে থাকতে পারে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটন কাজ করতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে। এই ডিভাইসের নীচের অংশে থাকতে পারে ইউএসবি পোর্ট , মাইক্রোফোন এবং স্পিকার। এই ফোন আসতে পারে 3.5mm অডিও জ্যাকের সঙ্গে। Redmi Note 11 মডেল আসতে পারে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের সঙ্গে। স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz । এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 SoC চিপসেট। এই স্মার্টফোনে স্টোরেজ হিসেবে থাকতে পারে 8GB RAM এবং 256GB স্টোরেজ।

লিক হওয়া তথ্য অনুসারে Redmi Note 11 মডেলে থাকতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর। এই স্মার্টফোনে থাকতে পারে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জের সাপোর্ট। এই হ্যান্ডসেটে সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 16MP সেন্সর।

Redmi Note 11 Pro মডেল আসতে পারে অ্যামোলয়েড ডিসপ্লের সঙ্গে। প্রসেসর হিসেবে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 910 SoC চিপসেট। স্টোরেজ হিসেবে থাকতে পারে 8GB RAM এবং 256GB স্টোরেজ। ক্যামেরা ফিচার আসতে পারে 108MP সেন্সর এবং 16MP সেলফি ক্যামেরা। এই ফোন আসতে পারে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জের সাপোর্ট সমেত।

Redmi Note 11 Pro+ হ্যান্ডসেট আসতে পারে 120Hz অ্যামোলয়েড প্যানেল এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 SoC চিপসেটের সঙ্গে। এই ডিভাইসে রয়েছে 120W ফাস্ট চার্জের সাপোর্ট।

Redmi Note 11 লঞ্চ কবে হতে পারে-

Redmi Note 11, 28 অক্টোবর চিনে লঞ্চ করতে চলেছে। তবে ভারতে কবে লঞ্চ করবে তা এখনো কনফার্ম করা হয়নি।

Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + মডেলের ভারতে দাম কত হতে পারে-

ভারতে Redmi Note 11 মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে CNY 1.199 যা ইন্ডিয়ান কারেন্সিতে 14,000 টাকা মতন হতে পারে। অন্যদিকে 6GB RAM+128GB স্টোরেজ মডেলের চিনে দাম হতে পারে CNY 1,399 ( প্রায় 16,400 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের চিনে দাম হতে পারে CNY 1,599 (প্রায় 18,700 টাকা)। 8GB RAM এবং 256GB স্টোরেজের মডেল পাওয়া যেতে পারে চিনে CNY 1,799 বা 21,000 টাকায়।
 Redmi Note 11 Pro মডেলে 6GB +128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে CNY 1,599 যা ইন্ডিয়ান কারেন্সিতে 18,700 টাকা মতন। 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে CNY 1,799 বা 21,000 টাকায়। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে CNY 1,999 বা 23,400 টাকায়।

Redmi Note 11 Pro + মডেলের টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম হতে পারে CNY 2,199 যা ইন্ডিয়ান কারেন্সিতে 25,700 টাকা। অন্যদিকে 8GB RAM+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে CNY 2,499 যা ভারতীয় দামে 29,200 টাকা মতন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo