স্ন্যাপড্র্যাগন 765, 120HZ রিফ্রেশ রেটের সঙ্গে REDMI K30 লঞ্চ হল

স্ন্যাপড্র্যাগন 765, 120HZ রিফ্রেশ রেটের সঙ্গে REDMI K30 লঞ্চ হল
HIGHLIGHTS

ফোনটির প্রাথমিক দাম 16,100 টাকা

আর এই ফোনটি Redmi K30 4G আর Redmi K30 5G ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে আসবে

দীর্ঘ সময় ধরে একাধিক বার টিজ করার পরে অবশেষে শাওমি চিনে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করেছে। আর কোম্পানি স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে Redmi K30 4G আর Redmi K30 5G। আর এবার Redmi K30 সিরিজ ভারতে কয়েক মাস আগে লঞ্চ হওয়া Redmi K20 সিরিজের জায়গা নেবে। আর কোম্পানি এর সঙ্গে Redmi AC2100 Router, RedmiBook 13 আর রেডমি স্মার্ট স্পিকার লঞ্চ করেছে।  Redmi K30 ফোনের 4G ভেরিয়েন্টের প্রাথমিক দাম 1599 yuan (US$ 227 /আনুমানিক 16,100 টাকা)।

Redmi K30 ফোনের স্পেসিফিকেশান

Redmi K30  ফোনটি 6.67 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে আর এর রেজিলিউশান 1080 x 2400  আর এই ফোনের রিফ্রেশ রেট 120Hz। এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 20:9.এই রেডমি ফোনটিতে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G চিপসেট। আর এই ফোনে বিল্ট ইন 5G স্ট্যান্ডার্ড অ্যালোন নন স্ট্যান্ড (SA/NSA) sub-6GHz নেটওয়ার্ক দেওয়া হয়েছে। আর অন্য দিকে Redmi K30 4G মডেলটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেটের সঙ্গে এসেছে।

Redmi K30 র 6GB র‍্যাম আর 8GB র‍্যাম অপশান এসেছে। আর 6GB র‍্যামের ফোনে 64GB আর 128GB স্টোরেজ আছে আর সেখানে 8GB র‍্যাম আর 128Gb আর 256GB স্টোরেজে কেনা যেতে পারে। আর এই ফোনের মডেলে স্টোরেজ মেমারি কার্ড 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে এসেছে। আর এটি MIUI 11 য়ে এসেছে। ফোনে হাইব্রিড ডুয়াল সিম স্লট দেওয়া হয়েছে।

আর এবার যদি আমরা Redmi K30 ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা আছে আর সঙ্গে আছে 64MP র সোনি IMX686 সেন্সার যা f/1.89 অ্যাপার্চারফের। আর অন্য দিকে এই ফোনের 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা f/2.2 অ্যাপার্চারের। আর সঙ্গে 2MP র ডেপথ সেন্সারের সঙ্গে 5MP র ম্যাক্রো লেন্স আছে। আর এই ফোনের 4G মডেল আর 5MP ম্যাক্রো লেন্সের জায়গায় 2MP র ম্যাক্রো লেন্স আছে। আর এই ফোনের ফ্রন্টে 20Mp আর 2MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi K30 ফোনের সাউড মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফোনে 4500mA ব্যাটারি আছে। আর এই Redmi K30 5G ফোনটিতে 30W ফাস্ট চার্জ দেওয়া হয়েছে সেখানে 4GB মডেলে 27W ফাস্ট চার্জ আছে।

এই Redmi K30 ফোনটি সাদা , নীল, লাল আর পার্পেল রঙে এসেছে। Redmi K30 4G ভার্সানটি চিনে 12 ডিসেম্বর বিক্রি করা হবে আর এই ফোনের 5G ভেরিয়েন্টটি 2020 সালে বিক্রি করা হবে।

Redmi K30 র দাম

Redmi K30 4G র দাম  1599 yuan (US$ 227 / 16,100 টাকা প্রায়) আর এর দাম 6GB RAM + 64GB মডেলের দাম। Redmi K30 5G ফোনটির 6GB র‍্যাম 64GB মডেলের দাম 1999 yuan (US$ 312 / 22,160 টাকা প্রায়)।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo