5000mAH য়ের ব্যাটারি নিয়ে ভারতে এল REDMI 8

5000mAH য়ের ব্যাটারি নিয়ে ভারতে এল REDMI 8
HIGHLIGHTS

ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি

ফোনের দাম 7,999 টাকা

ভারতে রেডমি তাদের নতুন ফোন Redmi 8 লঞ্চ করেছে। আর এই ফোনের প্রথম সেল হবে 12 অক্টোবর। আর এই সেল ফ্লিপকার্টে হবে।

Redmi 8 ফোনের স্পেক্স

Redmi 8 ফোনটিতে আপনারা একটি 6.22 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা HD+ রেজিলিশান পাবেন।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই Redmi 8 ফোনে আপনারা 12MP র ক্যামেরা পাবেন আর ফোনের এই ক্যামেরা সোনি IMX363 ইমেজ সেন্সার যুক্ত। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 2MP র ক্যামেরা। ফোনে আপনারা ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর এই সব ক্যামেরাই AI ক্যামেরা।

Redmi 8 ফোনে আপনারা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর ফোনে আছে ফেস আনলক ফেসিলিটি। আর এই ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনে আছে 10W য়ের ফাস্ট চার্জার।

ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 SoC দেওয়া হয়েছে। আর এই ফনে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর ফোনে আছে ডুয়াল সিমের সাপোর্ট। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আপনার 3.5mm হেডফোন জ্যাক পাবেন।

Redmi 8 ফোনের দাম আর কবে থেকে পাওয়া যাবে

Redmi 8 ফোনটিতে আপনারা 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন আর এর দাম 7999 টাকা আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 8,999 টাকা। আর এই ফোনটির প্রথম সেল 12 অক্টোনর শুরু হবে। আর গ্রাহকরা এটি মি ডট কম, ফ্লিপকার্ট আর মি হোমে কেনা যাবে।

শাওমি এও জানিয়েছে যে তারা 16 অক্টোবর তাদের 64MP ক্যামেরার ফোন লঞ্চ করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo