REDMI 7A ফোনটি 5,999 টাকায় লঞ্চ হল

REDMI 7A ফোনটি 5,999 টাকায় লঞ্চ হল
HIGHLIGHTS

ফোনে সোনির ক্যামেরা সেন্সার আছে

ফোনটি জুলাই মাসে কিনলে 200 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে

11 জুলাই ফ্লিপকার্টে বিক্রি হবে ফোনটি

ভারতে সাওমি তাদের সস্তার ফোন Redmi 7A লঞ্চ করেছে আর এই ফোনটি ভারতে সোনি ক্যামেরা সেন্সার, AI ফেস আনলক, স্প্ল্যাশ পুরফ ডিজাইনের সঙ্গে এসেছে। কোম্পানি এই ডিভাইসটি “স্মার্ট দেশের স্মার্টফোন” নামে লঞ্চ করেছে। আর মেক ইন ইন্ডিয়া প্রক্লপে এই ফোনটি ভারতে ম্যানুফ্যাকচার করা হয়েছে।

REDMI 7A ফোনটির দাম

Redmi 7A ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এই ফোনের বেস ভেরিয়েন্ট 2GB র‍্যাম আর 16GB স্টোরেজের আর এই ফোনটি 2GB র‍্যাম আর 32GB স্টোরেজে আপনারা পাবেন। আর এই দুই ফোনের দাম যথাক্রমে 5,999 টাকা আর 6,199 টাকা রাখা হয়েছে। আর এই ফোনটি ভারতে কোম্পানি তাদের পঞ্চম অ্যানিভার্সারিতে এসেছে আর সেই জন্য এই ফোনটি জুলাই মাসের মধ্যে কিনলে ফোনটি 200 টাকার ক্যাশ ব্যাকে যথাক্রমে 5,799 টাকা আর 5,999 টাকায় কেনা যাবে।এই ফোনটি 11 জুলাই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

REDMI 7A ফোনটির স্পেসিফিকেশান

এই ডিভাইসে আপনারাএকটি 5.45 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10 আছে। আর এই Redmi 7A ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 439 পাবেন।

আর এই ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 4,000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে ব্যাকে 12MP র সোনি IMX486 সেন্সারের সঙ্গে ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।

এই ফোনের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনেটিতে মাইক্রো USB পোর্ট আছে আর এটি 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo