REALME X50 PRO 5G ভারতের প্রথম 5G ফোন হিসাবে আজকে লঞ্চ হল

REALME X50 PRO 5G ভারতের প্রথম 5G ফোন হিসাবে আজকে লঞ্চ হল
HIGHLIGHTS

আজ বিকেলে সেল

ফ্লিপকার্ট আর রিয়েলমি ডট কমে কেনা যাবে

প্রাথমিক দাম 37,999 টাকা

Realme X50 Pro 5G ফোনটি আজকে ভারতের প্রথম 5G ফোন হিসাবে লঞ্চ হয়েছে আর এই ফোনটি iQoo 3 5G ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই ফোনটি কোম্পানির AIoT প্রোডাক্ট কানেক্ট করার জন্য কাজ করবে। আর কোম্পানি দ্বিতীয় কোয়াটারে তাদের প্রথম রিয়েলমি টিভি আনবে।

Realme X50 Pro 5G ফোনে আছে 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর এই ফোনে আপনারা পাবেন স্ক্রিন টু বডি রেশিও 92%। আর এই ফোনে আছে ব্যাকে 3D AG গ্লাস। আর এই ডিভাইসটি গ্রিন আর রাস্ট রেড কালারে কেনা যাবে।

এবার যদি আমরা এই ফোনের ক্যামেরা দেখি তবে এই ফোনে আছে মেন 64MP র ক্যামেরা আস্নগে 12Mp র একটি টেলিফটো লেন্স আর সঙ্গে 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর সঙ্গে আছে ম্যারক্রো লেন্স আর চতুর্থটি ব্যাল অ্যাণ্ড হোয়াইট 2MP র ক্যাএম্রা। আর এই ফোনের ফ্রন্টে আছে 32MP র ক্যামেরা সঙ্গে একটি 8MP র ক্যামেরা।

এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 5G । আর এই ফোনে আপনারা পাবেন 12GB LPDDR5 RAM আর 256GB র স্টোরেজ আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 পাবেন।

Realme X50 Pro 5G ফোনে আছে 65W সুপার ডারট চারজিং যা 35 মিনিটে ডিভাইসটি সম্পুর্ন ভাবে চার্জ করতে পারে। আর এই ফোনে আছে 4200mAh য়ের ব্যাটারি। এর প্রাথমিক দাম 37,999 টাকা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo