Realme লঞ্চ করল বাজেট 5G স্মার্টফোন, দাম 15,000 টাকারও কম

Realme লঞ্চ করল বাজেট 5G স্মার্টফোন, দাম 15,000 টাকারও কম
HIGHLIGHTS

Realme V11 5G ফোনে 6.5 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ

Realme V11 5G মিডিয়াটেক Dimensity 700 প্রসেসর রয়েছে যা একটি বাজেট 5G প্রসেসর

Realme V11 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মেন লেন্স 13 মেগাপিক্সেলের

Realme সংস্থা তার নতুন বাজেট ৫জি স্মার্টফোন Realme V11 5G লঞ্চ করে দিয়েছে। Realme V11 5G ফোনে একটি নচ ডিসপ্লে রয়েছে। এছাড়া ফোনের তিনটি পাশ দিয়ে পাতলা বেজেল দেওয়া হয়েছে। তবে Realme V11 5G সিঙ্গেল র‌্যাম এবং স্টোরেজ ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে। এছাড়া ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। তবে বলে দি যে অন্যান্য বাজারে এই ফোনটি লঞ্চ করার কোনও খবর পাওয়া যায়নি। বলে দি যে সংস্থা গত মাসে Realme V15 5G লঞ্চ করেছে।

Realme V11 5G এর দাম

Realme V11 5G এর দাম 1,199 চাইনিজ ইউয়ান অর্থাৎ 13,500 টাকা থেকে শুরু। এই দাম 4GB RAM সহ 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট। এই ফোনটি ভাইব্র্যান্ট ব্লু এবং কোয়েট গ্রে কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। রিয়েলমি-র চিনা সাইটের মাধ্যমে ফোনটি বিক্রি করা হচ্ছে। বলে দি যে এই ফোন আপাতত চিনে লঞ্চ করা হয়েছে।

Realme V11 5G স্পেসিফিকেশন

Realme V11 5G ফোনে 6.5 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ। ফোনে মিডিয়াটেক Dimensity 700 প্রসেসর রয়েছে যা একটি বাজেট 5G প্রসেসর। এর সাথে গ্রাফিক্সের জন্য Mali G57 GPU পাওয়া যাবে। ফোনে 4GB RAM-এর সাথে 128GB স্টোরেজ পাবে, যা মেমরি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Realme V11 5G ক্যামেরা

ক্যামেরার কথা বললে ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মেন লেন্স 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f/2.2 রয়েছে। দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f/2.4 রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে নচ রয়েছে, তবে এই মুহূর্তে ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায় নি।

Realme V11 5G ব্যাটারি

Realme V11 5G ফোনে কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই, ব্লুটুথ, 4G/5G, জিপিএস এবং হেডফোন জ্যাকের মতো বৈশিষ্ট্য রয়েছে। ফোনের পাওয়ার বটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সপোর্ট করে। ফোনটির ওজন 186 গ্রাম।

Digit.in
Logo
Digit.in
Logo