6000mAh ব্যাটারি, Snapdragon 7s Gen 3 চিপ সহ আসছে realme P3 Pro 5G, ভারতে এই দিন হবে লঞ্চ
realme P3 Pro 5G স্মার্টফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করে দেওয়া হয়েছে
কোম্পানি ঘোষণা করেছে যে রিয়েলমি পি3 প্রো 5জি আগামী 18 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে
রিয়েলমি পি3 প্রো স্মার্টফোনে 6000mAh এর Titan ব্যাটারি রয়েছে
রিয়েলমি গত সপ্তাহ তার P-Series এর ঘোষণা করেছিল। এখন এতে আসা realme P3 Pro 5G স্মার্টফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করে দেওয়া হয়েছে। কোম্পানি ঘোষণা করেছে যে এই ডিভাইস আগামী 18 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। শুধু তাই নয়, আপকামিং ফোনের বেশ কিছু স্পেসিফিকেশনও লঞ্চের আগে নিশ্চিত হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে কী থাকবে বিশেষ।
Surveyrealme P3 Pro 5G ভারতে কবে লঞ্চ হবে
রিয়েলমি কোম্পানি অফিসিয়াল ঘোষণা করেছে যে রিয়েলমি পি3 প্রো 5জি স্মার্টফোন 18 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে।
ডিভাইস দুপুর 12টায় অনলাইন এন্ট্রি করবে।
লঞ্চিংয়ের পর ফোনের বিক্রি অনলাইন শপিং সাইটে Flipkart, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল আউটলেটে শুরু হবে।
আরও পড়ুন: ভারতে আসছে Samsung এর নতুন স্মার্টফোন, থাকবে 120Hz ডিসপ্লে এবং 8GB RAM সহ দুর্ধর্ষ ক্যামেরা

কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সাইটে মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে।
রিয়েলমি পি3 প্রো 5জি এর স্পেসিফিকেশন কী থাকবে
ডিসপ্লে: রিয়েলমি পি3 প্রো ফোনে কোডায়-কার্ভড এজফ্লো ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ডিসপ্লেটি দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স এবং ইমার্সিভ ভিউংয়ের জন্য তৈরি করা হয়েছে।
প্রসেসর: রিয়েলমি পি3 প্রো ফোনেটি Snapdragon 7s Gen 3 চিপসেটে চলবে। এটি 4nm TSMC এ তৈরি করা।
ব্যাটারি: রিয়েলমি পি3 প্রো স্মার্টফোনে 6000mAh এর Titan ব্যাটারি রয়েছে। এর সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া আপকামিং রিয়েলমি পি3 প্রো ফোনে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং করার সময় স্মার্টফোনটি ঠান্ডা রাখা খুব জরুরি। তার জন্য রিয়েলমি পি3 প্রো ফোনে Aerospace VC কুলিং সিস্টাম দেওয়া হয়েছে। এছাড়াও রিয়েলমি ফোনে GT Boost টেকনোলজি দেওয়া হবে। এটি KRAFTON এর সাথে হাত-মিলিয়ে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ Poco 5G ফোনটি মাত্র 10 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile