Realme P1 5G Series: প্রিমিয়াম ফিচার এবং স্টাইলিশ ডিজাইন সহ আজ লঞ্চ হবে নতুন রিয়েলমি স্মার্টফোন, দাম হবে 15000 টাকার কম

Realme P1 5G Series: প্রিমিয়াম ফিচার এবং স্টাইলিশ ডিজাইন সহ আজ লঞ্চ হবে নতুন রিয়েলমি স্মার্টফোন, দাম হবে 15000 টাকার কম
HIGHLIGHTS

Realme তার লেটেস্ট P-Series এর স্মার্টফোন ভারতে লঞ্চ করতে প্রস্তুত

রিয়েলমির নতুন স্মার্টফোন Realme P1 5G এবং Realme P1 Pro 5G আজ (15 এপ্রিল) লঞ্চ হবে

আপকামিং স্মার্টফোনটি 15,000 টাকার কমে বাজারে আসবে

Realme তার লেটেস্ট P1 5G Series এর স্মার্টফোন ভারতে লঞ্চ করতে প্রস্তুত। রিয়েলমির নতুন স্মার্টফোন Realme P1 5G এবং Realme P1 Pro 5G আজ (15 এপ্রিল) লঞ্চ হবে। লঞ্চের আগে, রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি Flipkart মাইক্রোসাইটে লাইভ করে দেওয়া হয়েছে। আপকামিং স্মার্টফোনটি 15,000 টাকার কমে বাজারে আসবে।

আপকামিং রিয়েলমি ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে। নতুন স্মার্টফোনের পাশাপাশি, কোম্পানি তার Realme Pad 2 এবং Realme Buds T110 ট্রু ওয়্যারলেস ইয়ারবডস ও চালু করবে। আসুন রিয়েলমি আপকামিং স্মার্টফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Discount Offer:50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লেটেস্ট iQOO Z9 5G কেনার সুযোগ, জানুন নতুন দাম কত

Realme P1 5G Series ভারতে কখন হবে লঞ্চ

এই ফোনটি আজ অর্থাৎ 15 এপ্রিল দুপুর 12টায় বাজারে আনা হবে। কোম্পানির লাইভ ইভেন্ট অফিসিয়াল YouTube চ্যানেলে দেখা যাবে।

ই-কমার্স সাইটে এই ফোনের ডিজাইনও প্রকাশ হয়েছে। ফোনটি দেখতে বেশ স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক অফার করে।

Realme P1 Series Expected Specifications

রিয়েলমি পি১ ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট অফার করা হবে। এছাড়া কোম্পানি তার আপকামিং ফোনে Phonix ডিজাইন দিতে চলেছে। কোম্পানির দাবি যে এই প্রাইস সেগামেন্টে এটি প্রথম স্মার্টফোন, যা 120Hz AMOLED ডিসপ্লে সহ আসবে।

নতুন স্মার্টফোনে রেনওয়াটার টাচ সাপোর্ট দিয়েছে এবং এটি IP54 রেটিং সহ আসবে।

Realme P1 5G Series: Realme P1 5G, Realme P1 Pro 5G
রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি Flipkart মাইক্রোসাইটে লাইভ করে দেওয়া হয়েছে

পাওয়ার দিতে স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

রিয়েলমি পি১ প্রো ৫জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট থাকবে। এই ফোনটিও ফোনিক্স ডিজাইন সহ আসবে।

এই ফোনে কার্ভড ডিসপ্লে এবং 3D VC কুলিং সিস্টাম দেওয়া হবে। এছাড়া থাকছে রেনওয়াটার টাচ এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন: Infinix Note 40 Pro 5G Series: 108MP মেইন ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং সহ নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo