আজ আসছে 6000mAh ব্যাটারি সহ পাতলা এবং সস্তা Realme স্মার্টফোন, দাম হবে 10 হাজারের কম

আজ আসছে 6000mAh ব্যাটারি সহ পাতলা এবং সস্তা Realme স্মার্টফোন, দাম হবে 10 হাজারের কম

রিয়েলমি ভারতে আজ 16 জুন তার নতুন সস্তা স্মার্টফোন Realme Narzo 80 Lite 5G লঞ্চ করতে পারে। আপকামিং স্মার্টফোনটি এন্ট্রি লেভেল ফিচার অফার করতে পারে যা Realme Narzo 80x এবং Narzo 80 Pro সিরিজের আওতায় আসবে। তবে লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের একাধিক তথ্য প্রকাশ করে দিয়েছে কোম্পানি। এতে ব্যাটারি ক্ষমতা, কালার অপশন, ডিজাইন, RAM এবং স্টোরেজ ভ্যারিয়্যান্ট এবং অনুমানিত দাম সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসুন জেনে নেওয়া যাক কেমন হবে আপকামিং রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের দাম এবং স্পেসিফিকেশন।

আরও পড়ুন: Lava Storm Lite 5G vs Samsung Galaxy A06 5G vs Moto G45 5G: 10 হাজার টাকার কম দামে কোন ৫জি স্মার্টফোনটি হবে আপনার চয়েজ

ভারতে কত হবে Realme Narzo 80 Lite 5G ফোনের দাম

Realme Narzo 80 Lite 5G launch today

দামের কথা বললে, রিয়েলমি টিজ করেছে নিশ্চিত করেছে যে আপকামিং নারজো ৮০ লাইট ৫জি ফোনটি 10 হাজার টাকার কম দামে ভারতে আসবে। এখান থেকে অনুমান করা হচ্ছে যে এটি বাজেট সেগামেন্টে স্মার্টফোন হবে যার প্রতিযোগিতা বাজারে Poco C75 এবং Redmi A4 5G ফোনের সাথে হবে।

রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

Amazon মাইক্রোসাইট অনুযায়ী, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি সহ আসবে। একই ব্যাটারি আমরা রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি এবং নারজো ৮০ প্রো ৫জি ফোনে দেখতে পেয়েছি। তবে এখন ফোনের চার্জি স্পিড কত হবে সেই বিষয় জানানো হয়েনি।

খবর অনুযায়ী, রিয়লমি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এটি ফ্ল্যাট স্ক্রিন, স্লিম বেজেল এবং ফ্রন্টে সেন্টারে হোল পঞ্চ কটআউট সহ টিজ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, আপকামিং রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ আসতে পারে। এছাড়া এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি HD+ রেজোলিউশন স্ক্রিন থাকবে।

আরও পড়ুন: Vivo আনছে 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, ভারতে শীঘ্রই হবে লঞ্চ, প্রকাশ্যে এল তথ্য

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo