Exclusive: স্ন্যাপড্রাগন 870 সহ Realme GT Neo2 ফোনের নতুন রেন্ডার লিক, দেখে নিন ছবি

Exclusive: স্ন্যাপড্রাগন 870 সহ Realme GT Neo2 ফোনের নতুন রেন্ডার লিক, দেখে নিন ছবি
HIGHLIGHTS

Realme ব্র্যান্ডের তরফে Realme GT Neo 2 মডেলের ওপর কাজ শুরু হয়ে গিয়েছে

OnLeaks-র সঙ্গে এক্সক্লুসিভভাবে যুক্ত হয়ে আপনাদের সামনে তুলে ধরছে এই Realme GT Neo 2 স্মার্টফোনের

Realme টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে Realme GT Neo 2 স্মার্টফোন মডেল

আগস্ট মাসের শুরুর দিকেই Realme ব্র্যান্ড বেশ কয়েকটি নতুন স্মার্টফোন মডেল টেক মার্কেটে লঞ্চ করেছিল। এখন শোনা যাচ্ছে যে Realme GT Neo স্মার্টফোনের চিনে ব্যাপক সাফল্যের পরবর্তী পদক্ষেপ হিসেবে টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে Realme GT Neo 2 স্মার্টফোন মডেল। চিনের রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট, Weibo সংস্থার একটি পোস্টে উল্লেখ করেছেন যে Realme ব্র্যান্ডের তরফে Realme GT Neo 2 মডেলের ওপর কাজ শুরু হয়ে গিয়েছে। আজ ডিজিট জনপ্রিয় টিপস্টার সংস্থা OnLeaks-র সঙ্গে এক্সক্লুসিভভাবে যুক্ত হয়ে আপনাদের সামনে তুলে ধরছে এই Realme GT Neo 2 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশনকে-

click here to view hi-res image

সম্প্রতি  ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করেছে  Realme GT সিরিজ । এই সিরিজের Realme GT Master Edition মডেলকে এই সিরিজের সবচাইতে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন  হিসেবে মনে করা হচ্ছে।

Realme GT Neo 2 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনার আগে আপনাকে মনে রাখতে যে এখানে যেসমস্ত ফিচারগুলি তুলে ধরা হচ্ছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রি প্রোডাকশন প্রোটোটাইপ ইউনিটের ওপর নির্ভর করে উল্লেখ করা হয়েছে। নতুন Realme GT Neo 2 মডেল আসতে পারে Realme GT Neo স্মার্টফোনের সাকসেসর হিসেবে। Realme GT Neo মডেলে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি  1200 চিপসেট , 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লে । আসুন দেখে নেওয়া যাক Realme GT Neo 2 মডেলের ডিজাইন কেমন হতে পারে-

click here to view hi-res image

Realme GT Neo 2 স্মার্টফোনের ডিজাইন হতে পারে Realme GT সিরিজের প্রিমিয়াম ভার্সন। এই মডেলের পিছনের অংশে থাকতে পারে কার্ভ এডজেস ডিজাইন এবং Vertical ক্যামেরা হাউজিং। Realme GT Neo 2 স্মার্টফোন দেখতে খানিকটা স্লিম ও লাইটওয়েট মনে হলেও এই মডেলের মেজারমেন্ট সম্পর্কে তেমন কোনো ডিটেইলস পাওয়া যায়নি।


click here to view hi-res image


click here to view hi-res image

এই মডেলের ব্যাক হাউস ক্যামেরা মডিউলে থাকবে ডুয়াল এলইডি ফ্ল্যাশের সঙ্গে তিনটি ক্যামেরা। সামনের অংশে থাকতে পারে বেশ বড় মাপের ডিসপ্লে, মিনিমাল বেজেল সমেত। এছাড়া থাকতে পারে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ- হোল নচ কাটআউট।

click here to view hi-res image

Realme GT Neo 2 স্মার্টফোনে থাকতে পারে টাইপ সি পোর্ট সঙ্গে সিম ট্রে স্লট । নীচের অংশে থাকতে পারে স্প্রিকার গ্রিল। বাঁ দিকের ধারে থাকতে পারে ভলিউম কন্ট্রোল বাটন। পাওয়ার বাটন থাকতে পারে ডানদিকের সাইডে।


click here to view hi-res image


click here to view hi-res image

আসুন দেখে নেওয়া যাক Realme GT Neo 2 মডেলের স্পেসিফিকেশন কেমন হতে পারে-

Realme GT Neo 2 স্মার্টফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেট। 6.62 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সমেত। এছাড়া থাকতে পারে 16MP সেলফি ক্যামেরা, এবং হোম টু ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার।


click here to view hi-res image

Realme GT Neo 2 মডেলে থাকতে পারে 8GB ও 128GB স্টোরেজ। এই মডেলটি চলবে Realme UI2.0 নির্ভর অ্যান্ড্রয়েড 11 ভার্সনে।

click here to view hi-res image


click here to view hi-res image

এই মডেলে থাকবে  64MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা।


click here to view hi-res image


click here to view hi-res image

Realme GT Neo 2 স্মার্টফোনে থাকবে 5,000mAh ব্যাটারি ফিচার ও ফাস্ট চার্জের সাপোর্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo