200MP পেরিস্কোপ ক্যামেরা এবং 100W চার্জিং সহ আসবে নতুন Realme ফ্ল্যাগশিপ স্মার্টফোন

HIGHLIGHTS

রিয়েলমি তার নতুন ফ্ল্যাগশিপ Realme GT 8 Pro ফোনের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে

লিক থেকে জানা গেছে যে এই ফোন Qualcomm এর ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Elite 2 সহ আসবে

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি 8 প্রো ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে

200MP পেরিস্কোপ ক্যামেরা এবং 100W চার্জিং সহ আসবে নতুন Realme ফ্ল্যাগশিপ স্মার্টফোন

টেক কোম্পানি রিয়েলমি তার নতুন ফ্ল্যাগশিপ Realme GT 8 Pro ফোনের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। তবে লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি ফোনে একাধিক ফিচার লিক হয়েছে। লিক থেকে জানা গেছে যে এই ফোন Qualcomm এর ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Elite 2 সহ আসবে, যা অক্টোবর 2025 এ লঞ্চ করা যেতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিয়েলমি তার লেটেস্ট ফোন GT 7 নভেম্বর 2024 সালে লঞ্চ করা হয়েছিল। আশা করা হচ্ছে যে রিয়েলমি জিটি 8 প্রো চলতি বছরেই লঞ্চ করা যেতে পারে। তবে সবার প্রথম এটি চীনের বাজারে চালু করা হবে, যার পরে এটি অন্যান্য দেশে আনা যেতে পারে। টিপস্টার Digital Chat Station এর তরফে এই ফোনের একাধিক স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: Vodafone Idea (Vi) চুপিসারে লঞ্চ করল নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1 জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড কলিং

Realme GT 8 Pro ফোনে থাকবে শক্তিশালী প্রসেসর

Realme GT 8 Pro

লিক অনুযায়ী, রিয়েলমি জিটি 8 প্রো ফোনে Snapdragon 8 Elite 2 চিপসেট দেওয়া যেতে পারে। একটি পাওয়ারফুল এবং এনার্জি এফিসিয়েন্ট প্রসেসর হবে, যা মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড-গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত হবে।

এছাড়া ফোনে ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে, 2K রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যেতে পারে, যা সিকিউরিটি হিসেবে একটি বড় আপগ্রেড হতে পারে।

200MP পেরিস্কোপ ক্যামেরা এবং বড় ব্যাটারি

রিয়েলমি জিটি 8 প্রো ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব তার ক্যামেরা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। ফোনের মিড-ফ্রেম মেটাল দিয়ে তৈরি হতে পারে, যার বিল্ট কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।

পাওয়ার দিতে আপকামিং রিয়েলমি ফোনে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি থাকতে পারে, যা দীর্ঘ সময় পর্যন্ত চলবে। সাথে ফোনটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করতে পারে।

আরও পড়ুন: Best 5 Portable Air Cooler Under Rs 5000: চড়চড়ে গরমে ঘরকে নিমিষে ঠান্ডা করবে এই 5 পোর্টেবাল কুলার, লাগবেন না আর AC

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo