Realme GT 8 Pro ভারতে আগামীকাল হবে লঞ্চ, থাকবে 200MP টেলিফটো ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি
রিয়েলমি আগামীকাল 20 নভেম্বর ভারতীয় বাজারে তার মিড বাজেট রেঞ্জে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 8 Pro লঞ্চ করতে চলেছে। কোম্পানির দাবি যে রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে এডভান্স ফোন হবে যা ফটোগ্রাফি এবং গেমিং দুটিতেই প্রোফেশনাল এক্সপেরিয়ান্স অফার করবে। রিয়েলমি জিটি 8 প্রো স্মার্টফোনে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি থাকবে। শুধু তাই নয়, কোম্পানি তার জিটি 8 প্রো ফ্ল্যাগশিপ ফোনে Ricoh GR ইমেজিং টেকনোলজি সাপোর্ট দিতে চলেছে। এছাড়াও থাকবে দুর্দান্ত কিছু ফিচার এবং স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 8 প্রো ফোনে কী বিশেষ থাকবে।
SurveyRealme GT 8 Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে
আপকামিং রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি 6.79 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ QHD+ রেজোলিউশন এবং একটি 144Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে। ফোনের ডিসপ্লে ফুল DCI-P3 এবং sRGB কালার রেঞ্জ এবং 7000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: একধাপে 20 হাজার টাকা সস্তা হল Samsung এর দুর্দান্ত 5G স্মার্টফোন
লিক অনুযায়ী, কোয়ালকম এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ আসবে রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি। এটি 16GB LPDDR5X পর্যন্ত RAM এবং 1TB UFS পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি ফোনটি Ricoh-tuned ট্রিপল রিয়ার সিস্টাম অফার করবে, যা OIS সহ 50 মেগাপিক্সেল GR প্রাইমারি সেন্সর এবং 22mm ফোকল লেন্থ সহ আসবে। এছাড়া সাথে থাকবে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 120x ডিজিটাল জুম পর্যন্ত একটি 200 মেগাপিক্সেল টেলিফটো মডিউল সহ পেয়ার করা হবে। ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভারতে কত দাম হবে রিয়েলমি জিটি 8 প্রো ফোনের
দামের কথা বললে, রিয়েলমি তার নতুন ফ্ল্যাগশিপ ফোনটি আগামীকাল 20 নভেম্বর লঞ্চ হবে। যদি আগে আসা রিপোর্ট সত্যি হয় তবে ভারতে রিয়েলমি জিটি 8 প্রো এর দাম 65000 টাকা থেকে শুরু হতে পারে।
আরও পড়ুন: BSNL দিল গ্রাহকদের বড় ঝটকা, কমিয়ে দিল দুটি সস্তা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile