8000 টাকার সোজা ছাড় Realme GT এর এই ওয়াটারপ্রুফ 5G ফোনে, জানুন কোথায় পাবেন এই অফার

8000 টাকার সোজা ছাড় Realme GT এর এই ওয়াটারপ্রুফ 5G ফোনে, জানুন কোথায় পাবেন এই অফার

120W এর ফাস্ট চার্জিং সহ Realme GT Series এর দুর্দান্ত ফোন Realme GT 7 Pro দুর্দান্ত ডিলে বিক্রি হচ্ছে। বলে দি যে রিয়েলমি জিটি সিরিজের আওতায় একাধিক ফোন আসতে চলেছে। তবে নতুন ফোন আসার আগেই রিয়েলমির শক্তিশালী ফোনে 8000 টাকার বড় ছাড় অফার করা হচ্ছে। 12 জিবি RAM সহ আসা এই ফোনের নতুন দাম কত আসুনে জেনে নেওয়া যাক।

Realme GT 7 Pro ফোনের নতুন দাম কত ভারতে

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি গত বছর ভারতে 59,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। এই দাম ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের। তবে এখন এই মডেলটি মাত্র 44,998 টাকা দামে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোথায় এবং কিভাবে পাবেন এই অফার।

আসলে অ্যামাজন সাইটে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি 54,998 টাকা দামে 12GB RAM মডেল সহ লিস্ট করা। কোম্পানি এই ফোনে 8000 টাকার কুপন অফার ডিসকাউন্ট অফার করেছে।

আরও পড়ুন: 12000 টাকার কমে 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ iQOO 5G ফোন কেনার সুযোগ

Realme GT 7 Pro

শুধু তাই নয়, গ্রাহকরা Amazon Pay ICICI Bank, Canara Bank, and Federal Bank ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা 2500 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। এই ছাড়ের পর ফোনের দাম কমে 44,498 টাকা হয় যাবে।

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি কেনা উচিত কিনা?

আপনি যদি দুর্দান্ত ফিচার সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন তবে রিয়েলমি জিটি ৭ প্রো একটি ভাল বিকল্প হতে পারে। এটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে সাথে এটি 16GB বা 24GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

ডিসপ্লে হিসেবে এতে 6.78-ইঞ্চি 1.5K Samsung ECO OLED প্লাস কোয়াড কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 6500 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz এডাপ্টিভ রিফ্রেশ রেট রয়েছে। এটি Android 15 ভিত্তিক রিয়েলমি UI 6.0 অপারেটিং সিস্টামে কাজ করে।

পাওয়ার দিতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে 5800mAh ব্যাটারি এবং 120W ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর, একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ লেন্স সহ 120x ডিজিটাল জুম এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর পাওয়া যাবে। সেলফি তোলার জন্য জিটি ৭ প্রো ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে।

জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে রিয়েলমি জিটি ৭ প্রো তে IP68+IP69 রেটিং দেওয়া।

আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই Vivo T4 Ultra 5G ফোনের দাম ফাঁস, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ থাকবে আর কী ফিচার জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo