Realme GT 5G ফোনের আজ প্রথম সেল, বাম্পার ডিসকাউন্ট সহ কেনার সুযোগ

Realme GT 5G ফোনের আজ প্রথম সেল, বাম্পার ডিসকাউন্ট সহ কেনার সুযোগ
HIGHLIGHTS

Realme GT 5G ফোন আজ দুপুর 12টা থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ বিক্রি করা হবে

Realme GT 5G ফোনের দাম 37,999 টাকা থেকে শুরু

Realme GT 5G ফোনে থাকছে 120Hz ডিসপ্লে এবং 65W ফাস্ট চার্জিং ফিচার

Realme GT 5G সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছিল। আজ এই ফোনের প্রথম সেল দুপুর 12 টায় ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে করা হবে। এর সাথে অনেক অফারও দেওয়া হচ্ছে। ফোনের অফার্স এবং দাম সম্পর্কে কথা বলার আগে, বলে দি যে এই ফোন ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 888 চিপসেট এর সাথে চালু করা হয়েছে। ফোনে থাকছে 120Hz ডিসপ্লে এবং 65W ফাস্ট চার্জিং ফিচার। তবে আসুন জেনে নেওয়া যাক Realme GT 5G ফোনের দাম, অফার্স এবং ফিচার।

Realme GT 5G দাম এবং অফার:

রিয়েলমি GT 5G ফোন আজ দুপুর 12টা থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ বিক্রি করা হবে। এছাড়াও, এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme.com এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। এই ফোনের দাম 37,999 টাকা। এই দাম ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের। এছাড়া ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 41,999 টাকা। Realme GT 5G ড্যাশিং সিলভার এবং ড্যাশিং ব্লু রঙে পাওয়া যাবে। এটি গ্লাস বিল্ড দিয়ে তৈরি। পাশাপাশিই, ফোনের রেসিং ব্লু ভ্যারিয়্যান্টটি ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ করা হয়েছে।

অফারের কথা বললে, ICICI ক্রেডিট কার্ড এবং EMI লেনদেনের মাধ্যমে পেমেন্ট করলে 20000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে। এছাড়াও, Flipkart Axis ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ এবং Bank of Baroda ডেবিট মাস্টার কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় দেওয়া হবে।

Realme GT 5G এর স্পেসিফিকেশন

Realme GT 5G ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক Realme UI 2.0 দেওয়া হয়েছে। এর বাইরে ফোনে 6.43-ইঞ্চি ফুল HD অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 12 জিবি পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল সনি IMX682 সেন্সর। এছাড়া 8 মেগাপিক্সেলের দ্বিতীয় লেন্স ওয়াইড এঙ্গেল এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার f/2.5 আছে।

Realme GT 5G ফোনে কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ, GPS/A-GPS, USB টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং 4500mAh ব্যাটারি রয়েছে যা 65W এর ফাস্ট চার্জিং সপোর্ট করে। দাবি করা হচ্ছে যে 35 মিনিটের মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo