Realme C25, Realme C21 এবং Realme C20 ভারতে লঞ্চ, দাম 6,999 থেকে শুরু

HIGHLIGHTS

Realme C25, Realme C21 এবং Realme C21 দেশে 10 হাজার টাকার আওতায় বাজারে আনা হয়েছে

রিয়েলমি C25 এই ফোনের মধ্যে সর্বাধিক উন্নত মডেল

Realme C20 ফোনের বিক্রি 13ই এপ্রিল থেকে হবে

Realme C25, Realme C21 এবং Realme C20 ভারতে লঞ্চ, দাম 6,999 থেকে শুরু

Realme বৃহস্পতিবার ভারতে তার বাজেট C-সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Realme C25, Realme C21 এবং Realme C21 দেশে 10 হাজার টাকার আওতায় বাজারে আনা হয়েছে। রিয়েলমি C25 এই ফোনের মধ্যে সর্বাধিক উন্নত মডেল এবং এতে মিডিয়াটেক হেলিও G70 প্রসেসর দেওয়া হয়েছে। বাকি দুটি হ্যান্ডসেট মিডিয়াটেক হেলিও G35 চিপসেট এর সাথে আসে। আসুন জেনে নেওয়া যাক এই তিনটি বাজেট ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme C25, Realme C21 এবং Realme C20 ভারতে দাম এবং বিক্রি

Realme C25 এর 4GB RAM এবং 64GB স্টোরেজের দাম ভারতে 9,999 টাকা। ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল 10,999 টাকায় বিক্রি করা হচ্ছে। এই ফোনের বিক্রি 16 এপ্রিল থেকে Realme-র ওয়েবসাইট এবং Flipkart-এ শুরু হবে। এই ফোন য়াটার গ্রে এবং ওয়াটার ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

Realme C21 এর 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 7,999 টাকার এবং 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 8,999 টাকায় লঞ্চ করা হয়েছে। ফোনের বিক্রি 14 এপ্রিল থেকে ফ্লিপকার্ট এবং রিয়েলমি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা হবে। হ্যান্ডসেটটি ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু রঙে পাওয়া যাবে।

Realme C20 ফোনের 2GB RAM এবং 32GB স্টোরেজ মডেলের যদি কথা বলি তবে এটি 6,999 টাকায় পাওয়া যাবে। 13ই এপ্রিল থেকে ফোনের বিক্রি ফ্লিপকার্ট এবং রিয়েলমি ওয়েবসাইটে থাকবে। ফোনটি গ্রে গ্রে এবং কুল ব্লু কালারে পাওয়া যাবে।

Realme C25 Specification

রিয়েলমি c25 ফোনে 6.5 ইঞ্চি এইচডি+ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 রয়েছে। ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G70 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 4GB RAM দেওয়া হয়েছে। তবে স্টোরেজর জন্য, 64GB এবং 128GB স্টোরেজ এর অপশন পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।

ফোনের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যা 48-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর সহ আসে। পাশাপাশি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Realme C25 অ্যাপারচার F/2.0 সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। 

কানেক্টিভিটির জন্য, ফোনে 4G এলটিই, ওয়াই ফাই 802.11 এসি, ব্লুটুথ 5.0, জিপিএস / এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো বিকল্প রয়েছে। রিয়েলমি-র এই ফোন অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক রিয়েলিটি UI 2.0 তে চলে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য, 6000 এমএএইচ ব্যাটারি সরবরাহ করা হয়েছে যা 18 ওয়াটের দ্রুত চার্জিংকে সমর্থন করে। ফোনের মাত্রা 164.5×75.9×9.6 মিলিমিটার এবং ওজন 209 গ্রাম।

Realme C21 Specification

রিয়েলমি C21 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার আসপেক্ট রেশিও 20:9। ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর দেওয়া হয়েছে। 3GB এবং 4GB RAM বিকল্পে ফোন কেনা যাবে, পাশাপাশি 32GB এবং 64GB স্টোরেজ অপশনে কেনা যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যেতে পারে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের মাত্রা 165.2×76.4×8.9 মিলিমিটার এবং ওজন 190 গ্রাম।

ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর দেওয়া রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফোনে 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোন 4G LTE, ওয়াই-ফাই 802.11 বি/জি/এন, ব্লুটুথ 5.0, জিপিএস / এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো বিকল্প রয়েছে। স্মার্টফোনে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Realme C20 Specification

Realme C20 স্মার্টফোনে 6.5-ইঞ্চি HD+ (720 x1,600 পিক্সেল) আইপিএস ডিসপ্লে রয়েছে, যার আসপেক্ট রেশিও 20:9 দেওয়া। ফোন অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক Realme UI-তে কাজ করে। স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর এবং 2GB RAM রয়েছে। ফোনে 32GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB বাড়ানো যেতে পারে।

ফোনে রিয়ারে ফোনের অ্যাপারচার f / 2.0 এবং LED ফ্ল্যাশ সহ একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনের দিকে 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য, ফোনে 4G LTE, ওয়াই-ফাই 802.11 বি/জি/এন, ব্লুটুথ 5.0, জিপিএস / এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা রির্ভাস চার্জিং সপোর্ট করে। ফোন অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক রিয়েলমি UI-তে চলে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo