230 টাকারও কম খরচে প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং, SMS সমস্ত কিছু এই BSNL রিচার্জ প্ল্যানে
সরকারী টেলিকম কোম্পানি BSNL তার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য একের পর এক নতুন রিচার্জ প্ল্যান চালু করছে। Jio, Airtel এবং Vi-এর মতো বেসরকারি কোম্পানিগুলি যখন ক্রমাগত রিচার্জের দাম বাড়িয়ে চলেছে, তখন BSNL দাম না বাড়িয়ে তাদের জনপ্রিয় প্ল্যানে সুবিধা আরও বাড়িয়ে দিচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর 225 টাকার প্রিপেইড প্ল্যানে এখন গ্রাহকরা প্রতিদিন 3GB ডেটা পাওয়া যায়।
Surveyআগে, এই প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা দেওয়া হত। মজার ব্যাপার হল, ডেটা বাড়ানোর সত্ত্বেও, প্ল্যানের দামে কোনও বদল করা হয়েনি। আসুন বিএসএনএল এর 225 টাকার প্ল্যানের সুবিধাগুলি বিস্তারিতভাবে জেনে নিই:
আরও পড়ুন: Galaxy S26 লঞ্চের আগেই সোজা 18000 টাকার বেশি সস্তা হয় গেল নতুন লঞ্চ হওয়া Samsung 5G স্মার্টফোন
BSNL এর প্রতিদিন 3 জিবি ডেটা প্ল্যান
BSNL introduces an upgraded ₹225 prepaid recharge plan offering 3GB data per day (earlier 2.5 gb data per day) without any increase in cost.
— BSNL India (@BSNLCorporate) January 5, 2026
Offer valid till 31 Jan 2026
Recharge smart via #BReX 👉 https://t.co/41wNbHpQ5c #BSNL #BSNLRechargePlan #BSNLOffer #FestiveOffer… pic.twitter.com/DEwXpOqsHG
বিএসএনএল-এর 225 টাকার প্ল্যানে এখন গ্রাহকরা প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এই প্ল্যানে আগে 2.5 জিবি ডেটা দেওয়া হত, কিন্তু এখন কোম্পানি দাম না বাড়িয়ে প্রতিদিন 500MB অতিরিক্ত ডেটা যোগ করেছে। পুরো মাস (30 দিন পর্যন্ত) জুড়ে, গ্রাহকরা প্রায় 15 জিবি অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন, যা এই দামে একটি দুর্দান্ত অফার। এই প্ল্যানে ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরেও বিএসএনএল কম স্পিডে ইন্টারনেট অফার করে।
এই 225 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। যার মানে হল আপনি যেকোনো নেটওয়ার্কে, যেকোনো জায়গায়, কোনও সীমা ছাড়াই কল করতে পারবেন। লোকাল বা এসটিডি কল যাই হোক না কেন, কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই। যারা ঘন ঘন কথা বলেন বা প্রতিদিন পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করেন তাদের জন্য এই সুবিধা খুবই কার্যকর।
এই বিএসএনএল প্ল্যানে প্রতিদিন 100 বিনামূল্যে SMSও পাওয়া যায়। এই প্ল্যানে আলাদা SMS প্যাকের প্রয়োজন নেই, যার ফলে টাকা এবং ঝামেলা দুটো থেকে মুক্তি দেয়।
তবে বলে দি যে বিএসএনএল জানিয়েছে যে এই আপগ্রেড 31 জানুয়ারী 2026 পর্যন্ত পাওয়া যাবে। যার মানে এই তারিখের আগে রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ডেটার সুবিধা পাবেন। কোম্পানি পরে এই প্ল্যানে পরিবর্তন আনতে পারে।
আরও পড়ুন: Realme 16 Pro Series আজ হবে ভারতে লঞ্চ, 200MP ক্যামেরা সহ আর কী থাকবে ফোনে জানুন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile