Realme C15 কোয়ালকম এডিশন ভারতে হাজির, লঞ্চ অফারে সস্তা দামে কেনা যাবে এই ফোন

Realme C15 কোয়ালকম এডিশন ভারতে হাজির, লঞ্চ অফারে সস্তা দামে কেনা যাবে এই ফোন
HIGHLIGHTS

Realme C15 ফোনের 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে

Realme C15 কোয়ালকম এডিশনের প্রারম্ভিক দাম ৯,৯৯৯ টাকা। এই দামে আপনি 3 জিবি র‌্যামের সাথে 32 জিবি স্টোরেজ পাওয়া যাবে

Realme C15 নতুন ভেরিয়েন্টির সেল 29 অক্টোবর থেকে ফ্লিপকার্ট, সমস্ত স্টোর এবং রিয়েলমির ওয়েবসাইটে করা হবে

রিয়েলমি সংস্থা ভারতে তার Realme C15-এর কোয়ালকম এডিশন লঞ্চ করেছে। Realme C15 ফোনটি এই বছরের জুলাই মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল, তবে ফোনের প্রথম ভেরিয়েন্টি মিডিয়াটেক প্রোসেসরের সাথে বাজারে আনা হয়েছিল। এবার সংস্থা এই ফোনকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে। ফিচার সম্পর্কে যদি কথা বলি তবে এই ফোনে নতুন কোনও বৈশিষ্ট্য যুক্ত করা হয়নি। দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে এসছে Realme C15 কোয়ালকম এডিশন।

Realme C15 কোয়ালকম এডিশনের দাম

Realme C15 কোয়ালকম এডিশনের প্রারম্ভিক দাম ৯,৯৯৯ টাকা। এই দামে আপনি 3 জিবি র‌্যামের সাথে 32 জিবি স্টোরেজ পাওয়া যাবে। পাশাপাশি 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। সহজ কথায় বলতে গেলে, মিডিয়াটেক হেলিও ভেরিয়েন্টের তুলনায় কোয়ালকম সংস্করণে 500 টাকা বেশি খরচ করতে হবে। নতুন ভেরিয়েন্টির সেল 29 অক্টোবর থেকে ফ্লিপকার্ট, সমস্ত স্টোর এবং রিয়েলমির ওয়েবসাইটে করা হবে। লঞ্চিং অফারের আওতায় নতুন সংস্করণের দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 9,499 এবং 10,499 টাকায় কেনা যাবে।

Realme C15 স্পেসিফিকেশন

Realme C15 এ ডুয়াল সিম সপোর্ট সহ অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক Realme UI রয়েছে। এ ছাড়া ফোনে গরিলা গ্লাসের সুরক্ষার সাথে একটি 6.5 ইঞ্চির মিনি ড্রপ ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেকের অক্টাকোর হেলিও G35 প্রসেসর ফোনে দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনে 4 জিবি র‌্যাম পাবে।

Realme C15 ক্যামেরা

ক্যামেরার কথা বললে Realme C15 ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে, মূল ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয় 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, তৃতীয়টি 2 মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর এবং চতুর্থটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এটিতে একটি 8 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে।

Realme C15 ব্যাটারি

কানেক্টিভিটির জন্য, ফোনটিতে Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ v5.0, 4G, জিপিএস এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই ফোনে 6000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 18 ওয়াটের দ্রুত চার্জিংকে সপোর্ট করে। ফিঙ্গারপ্রিন্ট সে

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo