Realme 8i এবং Realme 8s 5G স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ, জানুন দাম

Realme 8i এবং Realme 8s 5G স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ, জানুন দাম
HIGHLIGHTS

Realme 8i মোবাইলে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা

Realme 8 সিরিজের দুটি নতুন মডেল Realme 8i ও Realme 8s 5G লঞ্চ করেছে

Realme 8i হ্যান্ডসেট পাওয়া যাবে 14 সেপ্টেম্বর থেকে স্পেস ব্ল্যাক ও স্পেস পার্পল কালার অপশনে

Realme 8 সিরিজের দুটি নতুন মডেল Realme 8i ও Realme 8s 5G ভারতীয় টেক মার্কেটে লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনেই রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Realme 8i স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ও Realme 8s 5G হ্যান্ডসেটে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের স্ক্রিন। Realme 8i মোবাইলে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা। Realme 8s 5G হ্যান্ডসেটে রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা। Realme 8i মডেল ভারতে এসেছে Redmi 10 Prime, Samsung Galaxy M21 2021 Edition, Poco M3 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে। অন্যদিকে Samsung Galaxy A22 5G, iQoo Z3, Oppo A74 5G মোবাইলের কম্পিটিটর হিসেবে টেক মার্কেটে লঞ্চ করেছে Realme 8s 5G হ্যান্ডসেট।

Realme 8i ও Realme 8s 5G স্মার্টফোনের দাম- 

Realme 8i স্মার্টফোনের 4GB RAM+64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে 13,999 টাকায়। অন্যদিকে এই মোবাইলের 6GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে 15,999 টাকায়।

Realme 8s 5G মোবাইলের 6GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 17,999 টাকায়। অন্যদিকে এই মোবাইলের 8GB+128GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 19,999 টাকায়।

Realme 8i হ্যান্ডসেট পাওয়া যাবে 14 সেপ্টেম্বর থেকে স্পেস ব্ল্যাক ও স্পেস পার্পল কালার অপশনে। Realme 8s 5G মোবাইল সেলে পাওয়া যাবে 13 সেপ্টেম্বর থেকে ইউনিভার্স নীল ও ইউনিভার্স পার্পল কালার অপশনে। নতুন এই দুটি স্মার্টফোন পাওয়া যাবে রিয়েলমির অনলাইন স্টোর সমেত একাধিক অনলাইন সাইটে ও বিভিন্ন অফলাইন স্টোরে।

HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের ক্রেডিড কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করলে বা ইএমআই পেমেন্ট করলে Realme 8i মডেলের ওপর মিলবে 1,000 টাকার ছাড়। অন্যদিকে HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের এই অফার Realme 8s 5G মডেলের ক্ষেত্রেও প্রযোজ্য। পাওয়া যাবে 1,500 টাকার ডিসকাউন্টে।

Realme 8i স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে- 

ডিসপ্লে –

Realme 8i মোবাইলে রয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সঙ্গে রয়েছে  90.80 পারসেন্ট স্ক্রিন টু বডি রেশিও, 100 পারসেন্ট DCI-P3 কালার গামুট ও Dragontrail  প্রো প্রটেকশন। এই ডিসপ্লে যেতে পারে 600 নিটস থেকে 1 নিট পর্যন্ত। এছাড়া রয়েছে চারটি আলাদা রেটের রিফ্রেশ রেট 30Hz, 48Hz, 50Hz, 60Hz, 90Hz, 120Hz। Realme 8i স্মার্টফোনের টাচ স্যাম্পেল রেট 180Hz।

স্টোরেজ ও প্রসেসর-

Realme 8i মডেলে রয়েছে MediaTek Helio G96 SoC চিপসেট। এই চিপসেটে রয়েছে 6GB LPDDR4x RAM। এই 6GB RAM ভার্সন সাপোর্ট করে মাল্টিটাস্কিংয়ের জন্য 5GB ভার্চুয়াল RAM।

ক্যামেরা-

Realme 8i স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP Samsung S5KJN1 সেন্সর সঙ্গে f/1.8 ফাইভ পিস লেন্স। সেইসঙ্গে রয়েছে 2MP মোনক্রম পোট্রেট সেন্সর ও 2MP ম্যাক্রো লেন্স সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16MP সেলফি ক্যামেরা সেন্সর যা সাপোর্ট করে AI লেন্স। সেইসঙ্গে রয়েছে HDR মোড, পোট্রেট মোড ও প্যানোসেলফি ফিচার।

ব্যাটারি ও অন্যান্য-

Realme 8i মোবাইলে পাওয়া যাবে 5,000mAh ব্যাটারি ফিচার, সেইসঙ্গে 18W ফাস্ট চার্জের সুবিধা। এছাড়া এই মোবাইলে রয়েছে 4G VOLTE, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, মাইক্রো ইউএসবি পোর্ট, Bluetooth v5.0, GPS ফিচারসহ একাধিক সেন্সর।

Realme 8s 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন- 

ডিসপ্লে-

Realme 8s 5G স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 Hz, অ্যাসপেক্ট রেশিও 20:9 ও টাচ স্যাম্পেল রেট 180Hz। এছাড়া রয়েছে 600 নিটস পিক ব্রাইটনেস। 

প্রসেসর- 

Realme 8s 5G মডেল চলবে Android 11 ভার্সনে। প্রসেসর হিসেবে রয়েছে  মিডিয়াটেক ডাইমেনসিটি 810 Soc চিপসেট।  এই চিপসেটে যুক্ত রয়েছে 8GB LPDDR4x RAM  যা সাপোর্ট করে মাল্টিটাস্কিংয়ের জন্য 5GB ভার্চুয়াল RAM।

ক্যামেরা-

Realme 8s 5G মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে 64MP প্রাইমারি সেন্সর সঙ্গে f/1.8 লেন্স। এছাড়া রয়েছে  2MP মোনক্রম পোট্রেট সেন্সর সঙ্গে f/2.4 লেন্স ও 2MP সেন্সর সঙ্গে f/2.4 ম্যাক্রো লেন্স। এছাড়াও ভিডিও চ্যাট ও সেলফির জন্য রয়েছে 16MP সেলফি ক্যামেরা সেন্সর সঙ্গে f/2.1 লেন্স।

স্টোরেজ ও অন্যান্য-

Realme 8s 5G মোবাইলে 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এছাড়া রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 33 W ডার্ট চার্জ ফাস্ট চার্জের ফিচার। এছাড়া মিলবে 4G ও 5G কানেক্টিভিটি, Bluetooth, GPS, ইউএসবি টাইপ সি পোর্টসহ একাধিক ফিচার।

Digit.in
Logo
Digit.in
Logo