Realme 8i এবং Realme 8s 5G আজ ভারতে হবে লঞ্চ, থাকবে দুর্দান্ত ফিচার্স

Realme 8i এবং Realme 8s 5G আজ ভারতে হবে লঞ্চ, থাকবে দুর্দান্ত ফিচার্স
HIGHLIGHTS

Realme 8i এবং Realme 8s 5G স্মার্টফোনের 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে

Realme এবং MediaTek নিশ্চিত করেছিল যে Realme 8i ফোনে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দেওয়া হবে

Realme 8s 5G ফোনে MediaTek Helio 810 প্রসেসর দেওয়া হবে

Realme 8i and Realme 8s 5G Launch & Specs: Realme 8i এবং Realme 8s 5G স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হবে। এই ফোনগুলি অনেক বিশেষ ফিচার্স দেওয়া যেতে পারে। এই দুটি ফোন Realme ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে আনা হবে। এই লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং ভারতীয় সময় অনুসারে 9 সেপ্টেম্বর অর্থাৎ আজকের দুপুর 12.30 টায় দেখা যাবে। Realme 8i এবং Realme 8s 5G স্মার্টফোনের অনেক বিশেষ ফিচার্সও সামনে এসেছিল যেখান থেকে দুটি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এছাড়াও বলা হয়েছিল যে দুটি ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। তবে আসুন Realme 8i এবং Realme 8s 5G এর অনুমানিত ফিচার্স।

Realme 8i এর অনুমানিত ফিচার্স:

টুইটারের মাধ্যমে, Realme এবং MediaTek নিশ্চিত করেছিল যে Realme 8i ফোনে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দেওয়া হবে। সাথে এই ফোন 6.59 ইঞ্চি ফুল-এইচডি + ডিসপ্লে সহ দেওয়া যেতে পারে। এটি 120 Hz রিফ্রেশ রেটের সাথে দেওয়া যেতে পারে। ফোনে 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ দেওয়া যেতে পারে। তবে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের। তবে অন্য দুটি সেন্সর সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সেলফির জন্য ফোনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পেক গ্রিল। এছাড়াও একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া যেতে পারে।

Realme 8s 5G অনুমানিত ফিচার্স:

Realme 8s 5G ফোনে MediaTek Helio 810 প্রসেসর দেওয়া হবে। কোম্পানি নিজেই এই তথ্য দিয়েছে। এটি MediaTek 800 এর একটি আপগ্রেড ভার্সন। এছাড়াও, এই ফোন 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ দেওয়া যেতে পারে। এটি 90 Hz রিফ্রেশ রেটের সাথে দেওয়া যেতে পারে। ফোনে 6 জিবি RAM এবং 8 জিবি র RAM দেওয়া যেতে পারে। পাশাপাশি, 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ দেওয়া যাবে। এছাড়া ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল। অন্য দুটি সেন্সর সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সেলফির জন্য ফোনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, দুটি 33W ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo