HIGHLIGHTSRealme 7 5G ফোনের দাম ২০,০০০ টাকারও কম হতে পারে। এই ফোনটি ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করা হবে
বলা হচ্ছে যে এই ফোনটি Realme V5 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসাবে বাজারে আসতে পারে। শীঘ্রই এই ফোন বাজারে আসতে চলেছে
রিয়েলমি ৭ ৫জি Octa core MediaTek Dimensity 720 SoC প্রসেসরের সাথে আসতে পারে।
Qubo Smart Home Security WiFi Camera
With Intruder Alarm System,Infrared Night Vision,2-way Talk,Works with Alexa
Click here to know more
Advertisementsসম্প্রতি স্মার্টফোন সংস্থাগুলি বাজারে তাদের 5G টেকনোলজি যুক্ত ফোন নিয়ে আসছে। ইতিমধ্যেই Realme সংস্থা তার সস্তা দামের 5G ফোন Realme 7 5G বাজারে লঞ্চ করতে চলেছে। খবরে জানা গিয়েছে যে এই ফোনের দাম ২০,০০০ টাকারও কম হতে পারে। এই ফোনটি ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করা হবে। বলা হচ্ছে যে এই ফোনটি Realme V5 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসাবে বাজারে আসতে পারে। শীঘ্রই এই ফোন বাজারে আসতে চলেছে।
এখনও পর্যন্ত Realme 7 5G সম্পর্কিত কোনও অফিসিয়াল তথ্য প্রকাশিত হয়নি, তবে টিপ্সটর মতে Realme 7 5G ফোনটি RMX2111 মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে। ফাঁস হওয়া রিপোর্য় অনুযায়ী, এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,000 টাকা হতে পারে। একই সাথে, ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 1,899 ইউয়ান অর্থাৎ 21,400 টাকায় লঞ্চ করা যেতে পারে।
Realme 7 5G -র ফিচার সম্পর্কে যদি কথা বলি তবে এই ফোনে 6.5 ইঞ্চির হোল পাঞ্চ ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট 90 হার্ট হতে পারে। অনুমান করা হচ্ছে যে এই ফোন Octa core MediaTek Dimensity 720 SoC প্রসেসরের সাথে আসতে পারে। ফোনে পাওয়ারের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা ফাস্ট চার্জিং সপোর্টের সাথে আসবে।
রিয়ারে ৪টি ক্যামেরা থাকতে পারে Realme 7 5G ফোনে, যার প্রাথমিক সেন্সর 48 মেগাপিক্সেলের হতে পারে। এর পরে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং তারপরে 2-2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ম্যাক্রো লেন্স থাকতে পারে। একই সাথে 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া যেতে পারে।
Release Date: | 11 Dec 2020 |
Variant: | 128GB6GBRAM |
Market Status: | Rumoured |
টপ-প্রোডাক্টস
হট ডিলস
ভিউ অলDigit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.