মিডিয়াটেক হেলিও G80 র সঙ্গে আসবে REALME 6I

মিডিয়াটেক হেলিও G80 র সঙ্গে আসবে REALME 6I
HIGHLIGHTS

17 মার্চ লঞ্চ হবে

তাড়াতাড়ি ভারতে আসতে পারে

Realme তাদের Realme  6 সিরিজের তৃতীয় ফোন  Realme 6i  17 মার্চ মায়ানমারে লঞ্চ হবে। আর এই ফোনটি 2020 সালে লঞ্চ হওয়া Realme 5i য়ের জায়গা নেবে। আর এটি 10,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। টিজার থেকে জানা গেছে যে এই Realme 6i বিশ্বের প্রথম ডিভাইস হবে যা মিডিয়াটেক হেলিও G80 চিপসেট যুক্ত হবে।

Realme 6 ফোনটি 5 মার্চ লঞ্চ করা হয়েছিল আর মনে হচ্ছে যে Realme 6i ফোনটি কয়েক সপ্তাহ আগে FCC ওয়েবসাইটে দেখা গেছে আর এর মেজারমেন্ট 164.4 x 75.4 x 9mm হতে পারে। আর এই হ্যান্ডসেটটির ওজন 195 গ্রাম হবে আর এর ব্যাটারি 5000mAh য়ের ব্যাটারি আছে।

ফোনের জন্য USB Type-C পোর্ট আর 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Realme 6i ফোনটি শাওমির Redmi Note 8 ডিভাইসে আছে। আর এবার তাড়াতাড়ি Redmi Note 9 ফোনটিও লঞ্চ হতে পারে।

টিজার থেকে জানা গেছে যে Realme 6i সারা বিশ্বের প্রথম ফোন হবে যা ,মিডিয়া টেক হেলিপ G80 চিপসেটের সঙ্গে আসবে। আর এই ফোনে আপনারা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর সঙ্গে 48MP র প্রাইমারি ক্যামেরা পাবেন।

ফোনটি 17 মার্চ মায়ানামারে লঞ্চ করা হবে আর এই ফোনটি ভারতে এপ্রিল মাসে আসবে বলে মনে হচ্ছে।

ইমেজ সোর্সঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo