ভারতে লঞ্চ হল REALME 6 আর REALME 6 PRO

ভারতে লঞ্চ হল REALME 6 আর REALME 6 PRO
HIGHLIGHTS

ভারতে Realme 6 আর Realme 6 প্রো লঞ্চ হয়েছে

ফোনে আছে 30W ফাস্ট চার্জ

ফোনটি কমেন্ট হোয়াইট আর কমেন্ট ব্লু কালারে কেনা যাবে

আজকে ভারতে Realme 6 আর Realme 6  প্রো ফোন দুটি ভারতে লঞ্চ হয়েছে আর এই দুটি ফোনই 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোন আপনারা কমেন্ট হোয়াইট আর কমেন্ট ব্লু কালারে কিনতে পারবেন। দুটি ফোনের সঙ্গে কোম্পানি তাদের স্মার্টব্যান্ডও লঞ্চ করেছে।

Realme 6 আর Realme 6 Pro র ডিসপ্লে

রিয়েলমি 6 ফোনে আপনারা 6.5" FHD+ ডিসপ্লে পাবেন আর সেখানে Realme 6 Pro ফোনটিতে আছে 6.6" FHD+ ডিসপ্লে। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান আর ফোন দুটিতে সাইড মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোনের প্রো ভেরিয়েন্টে ফ্রন্ট আর ব্যাকে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।

Realme 6 আর Realme 6 Pro র ক্যামেরা

আপনারা রিয়েলমি 6 ফোনে পাবেন 64MP র স্যামসাং GW1 য়ের প্রাইমারি ক্যামেরা আর সঙ্গে 8MP র ওয়াইড সেন্সার আর 2 মেগাপিক্সালের মনোক্রোম আর 2MP র ম্যাক্রো ক্যামেরা। Realme 6 য়ের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে আর এই ফোনটির ক্যামেরা পাঞ্চ হোল ডিসপ্লেতে দেওয়া হয়েছে।

আর এবার যদি আমরা Realme 6 Pro ফোনটি দেখি তবে দেখা যাবে এতে 64MP র স্যামসাং GW1 সেন্সার আছে আর এই ফোনে এর সঙ্গে 12MP র সেন্সার একটি 8MP র সেন্সার আর একটুই 2MP র ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে আপনারা 20X হাইব্রিড জুম করতে পারবেন/। আর এই ফোনে আপনারা ফ্রন্টে ডুয়াল ক্যামেরা পাবেন যা 16MP আর 8Mp র ক্যামেরা অফার করে।

Realme 6 আর Realme 6 Pro র প্রসেসার আর র‍্যাম

Realme 6 ফোনে আপনারা মিডিয়াটেক Helio G90T প্রসেসার পাবনে আর সেখানে এর প্রো ভেরিয়েন্ট Realme 6 Pro Snapdragon 720Gর সঙ্গে এসেছে। আর Relame 6 ফোনটি আপনারা 4GB+64GB, 6GB+128GB আর 8GB+128GB  ভেরিয়েন্টে পাবেন। আর সেখানে Realme 6 Pro ফোনে আপনারা  6GB+64GB, 6GB+128GB আর 8GB+128GB ভেরিয়েন্ট পাবেন।

Realme 6 আর Realme 6 Pro র ব্যাটারি

দুটি ফোনে আপনারা 4300mAh য়ের ব্যাটারি পাবেন যা 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে আর কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি 60 মিনিটে 100% চার্জ হয়ে যায়।

Realme 6 আর Realme 6 Pro র দাম আর সেল ডিটেলস

Realme 6 Pro ফোনের 6GB র‍্যাম আর 64GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আর এর 6GB+128GB মডেলের দাম 17,999 টাকা আর এই ফোনের 8GB+128GB দাম 18,999 টাকা। আর এই ফোনটির প্রথম সেল 13 মার্চ দুপুর 12টার স্ম্যমে হবে। আর এবার যদি আমরা Relame 6 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা 4GB+64GB  ফোনটি 12,999 টাকায় কিনতে পারবেন। আর এর 6GB+128GB  র দাম 14,999 টাকা আর এর 8GB+128GB ভেরিয়েন্টের দাম 15,999 টাকা। আর এই ফোনটির প্রথম সেল 11 মার্চ দুপুর 12টার সময়ে রিয়েলমি ডট কম, ফ্লিপকার্ট আর অফলাইনে হবে। দুটি ফোনে আপনারা অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনেও কিনতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo