POCO X2 গিকবেঞ্চে অ্যান্ড্রয়েড 10 আর 8GB র‍্যামের সঙ্গে দেখা গেছে

POCO X2 গিকবেঞ্চে অ্যান্ড্রয়েড 10 আর 8GB র‍্যামের সঙ্গে দেখা গেছে
HIGHLIGHTS

8GB র‍্যামের সঙ্গে Poco X2 আসবে

Redmi K30 র রিব্র্যান্ড ভার্সান হতে পারে Poco X2

ফোনটি গিকবেঞ্চে দেখা গেছে

Poco F1 লঞ্চের পরে শাওমির সাব ব্র্যান্ড পোকো নতুন স্মার্টফোনে কাজ করা শুরু করেছে।  Poco X2 স্মার্টফোনটি গিকবেঞ্চে দেখা গেছে আর এটি প্রথমে Poco F2 নামে লিকে এসেছিল আর এবার এই ফোনটি নতুন নাম Poco X2 নামে অনলাইনে দেখা গেছিল।

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে Poco X2 ফোনটি 1.80GHz অক্টা কোর চিপসেটের মাধ্যমে চলবে যাকে  phoenixin কোডনেম  দেওয়া হয়েছে। এই ফোনে 8GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম আছে।

Geekbench 5 য়ের লিস্টিং য়ে এই ফোনটি সিঙ্গেল কোরে 547 আর মাল্টি কোরে 1767 স্কোর পেয়ছে। এই স্কোর redmi K30 র কাছাকাছি। রিপোর্ট অনুসারে পোকোর পরবর্তী ফোনটি Redmi K30 র পরের জেনারেশেনের ফোন হতে পারে।

শাওমি চিনে স্মার্টফোনের নামের ট্রেডমার্ক ফাইল করেছে আর এই পোকো সিরিজের নতুন ফোনটি Poco F2 নাম দেওয়া হয়েছে।

Poco F1 ফোনে আপনারা একটি 12 মেগাপিক্সালের একটি 5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা পাবেন আর এই ফোনে Ai ক্ষমতা যুক্ত ফোন। ফোনটির ফ্রন্টে আছে 20MP র ক্যামেরা। এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর ফোনটীতে আপনারা কুইক চার্জ 3.0 র সাপোর্ট পাবেন।

এইফনে 6.18 ইঞ্চির একটি  FHD+ 18.7:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা নচ পাবেন। আর ফোনটিতে একটি হাইব্রিড ডুয়াল সিম আছে। ফোনে আছে ডুয়াল VoLTE সাপোর্ট। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি।

নোটঃ এটি একটি কাল্পনিক ছবি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo