Panasonic P55 Max, 5000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম Rs. 8499

HIGHLIGHTS

Panasonic P55 Max শুধু অনলাইন ওয়েবসাইট ফ্লিপকার্টে মেট ব্ল্যাক আর গোল্ড রঙে সেলের জন্য পাওয়া যাবে

Panasonic P55 Max, 5000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম Rs. 8499

Panasonic P55 Max স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে Rs. 8499। এই স্মার্টফোনটি শুধু অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে মেট ব্ল্যাক আর গোল্ড রঙে সেলের জন্য পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Panasonic P55 Max ফোনটি ফিচার্স কেমন তা যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিতে 5.5-ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল। এই ফোনটি টেক্সচার ফিনিশিং যুক্ত। এই ফোনটিতে 1.25GHz কোয়াড কোর মিডিয়াটেক MTK6737 প্রসেসার আছে। এটি 3GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো সম্ভব।

এবার এই ফোনের ক্যামেরা কেমন তা একবার দেখা যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এই ফোনের ব্যাটারি 5000mAh এর।

কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 4G VoLTE, ডুয়াল সিম সাপোর্ট, ব্লুটুথ 4.0, ওয়াইফাই 4.0, OTG সাপোর্ট আর মাইক্রো USB পোর্টের মতন ফিচার্স দেওয়া হয়েছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo