Xiaomi Mi A1 ফোনটিতে ফাইনাল Oreo আপডেট ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে

Xiaomi Mi A1 ফোনটিতে ফাইনাল Oreo আপডেট ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে
HIGHLIGHTS

Xiaomi বিটা বিল্ডের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করেছে

এই মাসের শুরুতে, সাওমি Mi A1 স্মার্টফোনটির জন্য একটি নতুন Oreo বিটা প্রোগ্রাম লঞ্চ করেছিল। প্রথমদিকের রিপোর্ট অনুসারে এই বিল্ডটি ফিঙ্গারপ্রিন্ট রিডারকে আরও দ্রুত করে, আর ডুয়াল সিমের সুবিধা থাকাও প্রয়োজনীয়।

আর এবার বিটা বিল্ডের বিষয়ে অন্য কিছু খবর পাওয়া গেছে। একটি নতুন রিপোর্ট অনুসারে, Xiaomi বিল্ডে ফাস্ট চার্জিং সাপোর্ট করেছে তাই আপনি যদি Mi A1 ফোনটিকে তাড়াতাড়ি চার্জিং হয়না তবে এর প্রথম ওরিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন।

রিপোর্টে এও লেখা হয়েছে যে Oreo অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি লোড করে দেয় আর অ্যানিমেশানের সুবিধাও আছে( এখন এটি আরও স্মুথ)। হ্যাঁ তবে এতে স্ট্যান্ডার্ড ওরিওর সব ফিচার্স নেই, যাতে PiP মোডের মতন ফিচার্স আছে।

চিনের কোম্পানি দাবি করেছিল যে ফাইনাল রিলিজ এই বছর শেষ হওয়ার আগেই এসে যাবে, আর তাই আমরা আসা করছি যে আমাদের খুব বেশি দিনের অপেক্ষা করতে হবেনা।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo