Oppo Reno 5 Pro+ স্মার্টফোনে থাকবে 50MP দুর্দান্ত ক্যামেরা, জানুন কবে হবে লঞ্চ

Oppo Reno 5 Pro+ স্মার্টফোনে থাকবে 50MP দুর্দান্ত ক্যামেরা, জানুন কবে হবে লঞ্চ
HIGHLIGHTS

Reno 5 Pro+ তে Sony IMX766 লেন্স এর সাথে একটি 50 মেগাপিক্সেল মূল ক্যামেরা পাওয়া যাবে

50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সহ Oppo Reno 5 Pro+ বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যার মধ্যে রয়েছে IMX766 ক্যামেরা

Oppo Reno 5 Pro+ ফোনে 12GB র‌্যাম এবং 256GB-র ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। প্রসেসর হিসাবে ফোনে স্ন্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে

Oppo সংস্থা এই মাসের শুরুর দিকে চিনে Reno 5 এবং Reno 5 Pro লঞ্চ করেছিল। এই ইভেন্টে সংস্থা জানায় যে 24 ডিসেম্বর Reno 5 Pro+ ফ্ল্যাগশিপ স্মার্টফোন চিনে লঞ্চ করা হবে। সম্প্রতি এই স্মার্টফোনটি TENAA ওয়েবসাইটে ফুল স্পেসিফিকেশনের সাথে দেখা যায়। এই লিস্টিং অনুসারে, ফোনের রেয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে।

Sony IMX766 সেন্সর ক্যামেরা

Oppo-র এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়ার বিষয়টি সংস্থাও নিশ্চিত করেছে। সংস্থাটি তার পোস্টে জানিয়েছে যে Reno 5 Pro+ তে Sony IMX766 লেন্স এর সাথে একটি 50 মেগাপিক্সেল মূল ক্যামেরা পাওয়া যাবে। এর পাশাপাশি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সহ এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যার মধ্যে রয়েছে IMX766 ক্যামেরা।

সংস্থার শেয়ার করেছে পোস্টার

সংস্থার তার আসন্ন স্মার্টফোনটির একটি পোস্টারও শেয়ার করেছে। এই পোস্টারে ফোনটি ম্যাট ফিনিশ এবং ডিজাইনের সাথে দেখা গিয়েছে। এর পাশাপাশি আপনি পিছনের প্যানেলে চারটি রিয়ার ক্যামেরাও দেখতে পাবেন। ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে 16-মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, একটি 13-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার থাকতে পারে। সেলফির জন্য ফোনের সামনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

12GB র‌্যাম এবং 65W এর ফাস্ট চার্জিং

Oppo Reno 5 Pro+ ফোনে 12GB র‌্যাম এবং 256GB-র ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। প্রসেসর হিসাবে ফোনে স্ন্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে। ফোনে 4500mAh এর ব্যাটারি পাওয়া যাবে যা 65 ওয়াটের ফাস্ট চার্জিংকে সপোর্ট করবে। ফোনে 6.5-ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে পঞ্চ-হোল ডিজাইন এবং 90Hz এর রিফ্রেশ রেটের সাথে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo