Oppo Reno 5 Pro 5G ফোনে রয়েছে 8GB র‌্যাম, 64MP কোয়াড ক্যামেরা সেটআপ, জেনে নিন দাম

Oppo Reno 5 Pro 5G ফোনে রয়েছে 8GB র‌্যাম, 64MP কোয়াড ক্যামেরা সেটআপ, জেনে নিন দাম
HIGHLIGHTS

Reno 5 Pro 5G-তে প্রথম জিনিস যা হল তা মিডিয়াটেক Dimensity 1000+ প্রসেসর রয়েছে যা এই ফোনকে পাওয়ার দেয়

Oppo Reno 5 Pro 5G ফোনে 6.5-inch 1080p AMOLED ডিসপ্লে এবং 64-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা দেওয়া দেওয়া হয়েছে

Oppo Reno 5 Pro 5G এর দাম 35,990 টাকা থেকে শুরু। এই স্মার্টফোনের বিক্রি ভারতে 22 জানুয়ারি থেকে শুরু করা হবে

স্মার্টফোন নির্মাতা সংস্থা Oppo ভারতীয় বাজারে তার নতুন স্মার্টফোন Oppo Reno 5 Pro 5G লঞ্চ করে দিয়েছে। যদি আপনি কোনও নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনি এই স্মার্টফোনের দিকে নজর দিতে পারেন। ভারতীয় বাজারে চিনি সংস্থা নতুন রেনো 5 প্রো 5G -র সাথে দেশে মিড-রেঞ্জ 5G মার্কেটে প্রবেশ করতে চলেছে। অনুমান করা হচ্ছে যে ভারতে 5G সেলুলার কানেক্টিভিটি এই বছরের শেষের দিকে আসতে পারে। এর পাশাপাশি Oppo সহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা সংস্থা ভারতে দ্রুত গতিতে 5G স্মার্টফোন আনার চেষ্টা করছে। আসুন জেনে নেওয়া যাক এই 5G স্মার্টফোনে কী বিশেষ এবং এর বৈশিষ্ট্যগুলি।

Oppo Reno 5 Pro 5G চিনে গত বছর লঞ্চ করা হয়েছিল। অবশ্যই Reno 5 Pro 5G-র ডিজাইন গ্রাহকদের খুব বেশি প্রভাবিত করে, তবে স্পেসিফিকেশনের দিক থেকে একেবারেই আলাদা। Reno 5 Pro 5G-তে প্রথম জিনিস যা হল তা মিডিয়াটেক Dimensity 1000+ প্রসেসর রয়েছে যা এই ফোনকে পাওয়ার দেয়। স্পেসিফিকেশন সম্পর্কে যদি বলি তবে Oppo Reno 5 Pro 5G -র মধ্যে Dimensity 1000+ প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরের সাথে ফোন থেকে ভাল ফটো এবং ভিডিও ক্লিক করা যাবে। এর সাহায্যে, পাওয়ার সেভিংও আগের তুলনায় আরও বেশি হবে। সম্প্রতি মিডিয়াটেক ভারতে এই প্রসেসর লঞ্চ করার ঘোষণা করেছে, যা এই ফোনের মাধ্যমে সেটা আনা হয়েছে।

Oppo Reno 5 Pro 5G-র অন্যান্য স্পেসিফিকেশন

Oppo Reno 5 Pro 5G অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে যদি কথা বলি তবে, ফোনে 6.5-inch 1080p AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz পর্যন্ত। পিক্সেলের ডেনসিটি 402PP। এই স্মার্টফোনের ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বললে, ফোনের পিছনে একটি 64-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, 8-মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং দুটি 2-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo Reno 5 Pro 5G স্মার্টফোনে 12 জিবি র‌্যাম রয়েছে। ওপ্পো রেনো 5 প্রো 5G অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ColorOS 11 এ কাজ করে। ব্যাটারি সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে 4350mAh ব্যাটারি রয়েছে, যা 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং টেকনোলজি সপোর্ট করে। 320 ডিগ্রি সরাউন্ড এন্টেনা দেওয়া হয়েছে, যাতে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই ফোনে মাত্র 11 সেকেন্ডে 1GB পর্যন্ত মুভি রেকার্ড করা যাবে।

দামের কথা বললে Oppo Reno 5 Pro 5G এর দাম 35,990 টাকা থেকে শুরু। এই স্মার্টফোনের বিক্রি ভারতে 22 জানুয়ারি থেকে শুরু করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo