সেপ্টেম্বর মাসেই আসছে Oppo F31 5G Series এর তিনটি নতুন স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি এবং ফুল ওয়াটারপ্রুফ

সেপ্টেম্বর মাসেই আসছে Oppo F31 5G Series এর তিনটি নতুন স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি এবং ফুল ওয়াটারপ্রুফ

ওপ্পো শীঘ্রই তার Oppo F31 5G Series লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই সিরিজের লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের আওতায় কোম্পানি তিনটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। এই সিরিজে তিনটি ফোন Oppo F31 5G, Oppo F31 Pro 5G, Oppo F31 Pro+ 5G নামে আনা হবে। আপকামিং ওপ্পো এফ৩১ সিরিজ বাজারে “Durable Champion” বলে দাবি করছে কোম্পানি। এখান থেকে অনুমান করা হচ্ছে যে আপকামিং ওপ্পো ফোনের ব্যাটারি অনেক ভাল এবং দীর্ঘ হবে। আসুন জেনে নেওয়া যাক নতুন ওপ্পো এফ৩১ সিরিজের ফিচার কেমন হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Oppo F31 5G Series কবে এবং কখন লঞ্চ হবে

কোম্পানি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ একটি পোস্টে জানিয়েছে যে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। বলা হচ্ছে যে আপকামিং তিনটি ডিভাইস মিড রেঞ্জ প্রাইস সেগামেন্টে লঞ্চ হবে,যা এই বছর মার্চে লঞ্চ হওয়া Oppo F29 Series এর আপগ্রেড হবে।

আরও পড়ুন: 16 হাজার টাকার সস্তায় কিনুন ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ আসা শক্তিশালী Realme 5G স্মার্টফোন

Oppo F31 5G Series Launch date on September 15 in India

কেমন হবে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজের স্পেফিসিকেশন

ফিচারের কথা বললে, ওপ্পো এফ৩১ সিরিজের ফোন জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP66+IP68+IP69 রেটিং সহ আসতে পারে, যা ফোনকে ওয়াটারপ্রুফ তৈরি করবে। এই লাইনআপের তিনটি স্মার্টফোন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসবে। সাথে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজের ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। আপকামিং স্মার্টফোন লাইনআপে 7000mA ব্যাটারি থাকবে।

ভারতে ওপ্পো এফ৩১ সিরিজের দাম কত হবে

রিপোর্ট অনুযায়ী, ওপ্পো এফ৩১ ৫জি ফোনের দাম 20,000 টাকা থেকে শুরু হতে পারে। তবে ওপ্পো এফ৩১ প্রো এর দাম 30,000 টাকার কম হতে পারে। এছাড়া ওপ্পো এফ৩১ প্রো প্লাস ৫জি এর দাম হতে পারে 35,000 টাকা।

আরও পড়ুন: BSNL আনল 72 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা, Jio-Airtel এর বাড়ল টেনশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo