ভারতে লঞ্চের আগে OPPO F29 Pro এবং OPPO F29 ফোনের স্পেসিফিকেশন এল প্রকাশ্যে
OPPO ভারতে লঞ্চের আগে OPPO F29 5G সিরিজ স্মার্টফোনের প্রসেসর এবং মেইন AI নেটওয়ার্ক সম্পর্কে প্রকাশ করা হয়েছে
ওপ্পো এফ29 5জি এবং ওপ্পো এফ29 প্রো 5জি ভারতে 20 মার্চ লঞ্চ করা হবে
ওপ্পো এফ29 5জি ফোনে Qualcomm Snapdragon SM6450 চিপসেট থাকবে
OPPO ভারতে লঞ্চের আগে OPPO F29 5G সিরিজ স্মার্টফোনের প্রসেসর এবং মেইন AI নেটওয়ার্ক সম্পর্কে প্রকাশ করা হয়েছে। ওপ্পো এফ29 5জি এবং ওপ্পো এফ29 প্রো 5জি ভারতে 20 মার্চ লঞ্চ করা হবে। কোম্পানির তরফে আগেই এই স্মার্টফনের কনফিগরেশন এবং কালার অপশন সম্পর্কে জানিয়ে দিয়েছে।
OPPO F29 5G সিরিজে থাকবে এই স্পেসিফিকেশন
ওপ্পো এফ29 5জি ফোনে Qualcomm Snapdragon SM6450 চিপসেট থাকবে, যা AnTuTu V10 এ 6,50,000 স্কোর করেছে। ওপ্পো এফ29 প্রো 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেট দেওয়া হবে।
আপকামিং দুটি ওপ্পো ফোনে IP66, IP68 এবং IP69 ডাস্ট এবং ওয়াটার রেসিসটেন্ট ফিচার হবে। এতে 360 ডিগ্রি ডেমেজ-প্রুফ আর্মর বডিও হবে।
ওপ্পো এফ29 5জি সিরিজে স্পেসিফিকেশন কেমন হবে
এফ29 5জি সিরিজ 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ মডেলে আসবে। পাশাপাশি, প্রো ভ্যারিয়্যান্টে অতিরিক্ত 12GB+256GB মডেলে আসবে।
পাওয়ার দিতে ভেনিলা মডেলে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার সহ 6500mAh এর ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানি দুটি স্মার্টফোনে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সাপোর্ট দেবে।
আরও পড়ুন: বিনামূল্যে IPL 2025 ম্যাচ দেখার সুযোগ, Jio আনল ধামাকা রিচার্জ প্ল্যান অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile