৬টি ক্য়ামেরা ও দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ Oppo A92s

৬টি ক্য়ামেরা ও দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ Oppo A92s
HIGHLIGHTS

5G কানেক্টিভিটি সহ এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল

এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে

Oppo A92s-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা

স্মার্টফোন কোম্পনি Oppo একটি সপ্তাহে পরপর দুটি ফোন লঞ্চ। গেলো সপ্তাহেই বাজারে এসেছিল Oppo Ace 2। সেখানে এবার বাজারে নামাল Oppo A92s। নতুন ফোনটির বিশেষতা হলো ছয়টি ক্য়ামেরা ও দুর্দান্ত হোল-পাঞ্চ ডিসপ্লে। বলে দি যে এই ফোনটি আপাতত চীনের বাজারে লঞ্চা করা হয়েছে।

সঙ্গে এই ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। 5G কানেক্টিভিটি সহ এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Oppo A92s-এর পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা।

Oppo A92s-এর স্পেসিফিকেশন

কোম্পানির ওয়েবসাইটে Oppo A92s-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি কোম্পানি। এই ফোনে রয়েছে 120Hz ডিসপ্লে। 6GB/8GB RAM ও 128GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি।

কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A92s-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের সামনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা।

Oppo A92s-এর দাম

চীনের বাজারে Oppo A92s-এর দাম শুরু হচ্ছে 2,199 ইউয়ান (প্রায় 23,700 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ। 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজে এই ফোন কিনতে 2,499 ইউয়ান (প্রায় 27,000 টাকা) খরচ হবে। Oppo A92s বাজারে দুটি রঙে কালো ও সাদা পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo