ওপ্পো খুব তাড়াতাড়ি তাদের নতুন স্মার্টফোন 13 MP ক্যামেরার সঙ্গে লঞ্চ করবে

ওপ্পো খুব তাড়াতাড়ি তাদের নতুন স্মার্টফোন 13 MP ক্যামেরার সঙ্গে লঞ্চ করবে
HIGHLIGHTS

এই হেডসেটটিতে 13 MP’র ক্যামেরা প্রধান ক্যামেরা হিসাবে থাকবে আর এই ফোনের সেলফি ক্যামেরাটি 8MP’র ফ্রন্ট শুটার অফার করবে

Oppo’র নতুন স্মার্টফোন চিনের ওয়েবসাইট TENAA এর সার্টিফিকেশান পেয়েছে। Oppo A83 স্মার্টফোনটি SoC অক্টা কোর 2.5GHz প্রসেসার যুক্ত হবে আর এই ডিভাইসে    5.7-ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 1440 x 720 পিক্সাল হবে।

এই ডিভাইসটিতে 2GB র‍্যাম থাকবে আর এটি 16GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। এই হেডসেটটিতে 13MP’র মেন ক্যামেরা থাকবে আর সেলফি নেওয়ার জন্য এই ফোনটিতে 8MP’র ফ্রন্ট শুটার থাকবে। Oppo A83 স্মার্টফোনটির নেজারমেন্ট 150.5 x 73.1 x 7.7mm এর ওজন 143 গ্রাম হবে। এই ফোনটিতে 3,090mAh এর ব্যাটারি থাকবে আর এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে কাজ করবে।

A83 স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড কালার অপশানে কিনতে পাওয়া যাবে। এখনও অব্দি এই ডিভাইসটির দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

সম্প্রতি কোম্পানি তাদের Oppo F5 স্মার্টফোনটি নিয়ে এসেছে। এই ফোনটির ডিসপ্লে 6ইঞ্চির আর এটি একটি ফুল HD+ ডিসপ্লে যার রেজিলিউশান     2160 x 1080 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই স্মার্টফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P23 চিপসেট যুক্ত। F5 স্মার্টফোনটিতে দুটি স্টোরেজের অপশান আছে। একটি ভেরিয়েন্টে 4GB র‍্যাম আর স্টোরেজ 32GB আর অন্য ভেরিয়েন্টটিতে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে।

Oppo F5 ফোনটিতে 20MP’র সেলফি ক্যামেরা আছে আর এছাড়া এর ব্যাক ক্যামেরাটি 16MP’র যা f/1.8 অ্যাপার্চার যুক্ত।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo