Oppo-র এই দুটি জনপ্রিয় স্মার্টফোনের ভারতে বাড়ল দাম, দেখে নিন নতুন দাম

Oppo-র এই দুটি জনপ্রিয় স্মার্টফোনের ভারতে বাড়ল দাম, দেখে নিন নতুন দাম
HIGHLIGHTS

Oppo A54 এবং Oppo F19 স্মার্টফোন এই বছর এপ্রিলেই লঞ্চ করেছে

দুটি মোবাইলের দাম বেড়েছে 1,000 টাকা মতন

অ্যামাজন ও ফ্লিপকার্টে এখন থেকে নতুন দামেই বিক্রি হচ্ছে এই দুটি স্মার্টফোন

সম্প্রতি ইন্ডিয়ান টেক মার্কেটে Oppo A54 এবং Oppo F19 স্মার্টফোনের দাম প্রায় 1,000 টাকা মতন বেড়েছে। কিছুদিন আগেই Realme এবং Xiaomi ব্র্যান্ড বেশ কয়েকটি মডেলের দাম আগের তুলনায় বাড়িয়েছিল। এবার সেই পথেই হাঁটল Oppo ব্র্যান্ড। Oppo A54 এবং Oppo F19 মোবাইল ভারতে লঞ্চ করেছিল এইবছর এপ্রিল মাসে। দুটি হ্যান্ডসেটেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং পাঞ্চ হোল ডিসপ্লে ফিচার। Oppo F19 স্মার্টফোন আসে ফুল এইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লেসমেত। সঙ্গে রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা। অন্যদিকে Oppo A54 পাওয়া যায় হাই ডেফিনেশন প্লাস এলসিডি প্যানেল ও 13MP প্রাইমারি ক্যামেরা সমেত।

Oppo A54 মডেলের দাম 1,000 টাকা মতন বেড়েছে। Oppo A54 ডিভাইসের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল 13,990 টাকা। এখন এই ভ্যারিয়েন্টের দাম বেড়ে হয়েছে 14,990 টাকা।বেস ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল 13,490 টাকা। পরে কোম্পানি দাম বাড়িয়েছিল 500 টাকা মতন। অন্যদিকে 4GB+ 128GB মডেল কেনা যেত 14,490 টাকা দিয়ে। এই স্মার্টফোনের 6GB+128GB ভ্যারিয়েন্ট কেনা যেত 15,990 টাকা দিয়ে। এই দুটি মডেলের দামও 1,000 টাকা বেড়েছে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন

Oppo F19 মোবাইলের 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আগে ছিল 18,990 টাকা। এখন তা বেড়ে হয়েছে 19,990 টাকা। এই মডেল লঞ্চ হয়েছিল কেবলমাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং Oppo ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে এই মডেলগুলি এখন নতুন দামেই বিক্রি হচ্ছে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন

Oppo A54 মডেলের স্পেসিফিকেশন

  • Oppo A54 স্মার্টফোনে ডিসপ্লে ফিচার হিসেবে রয়েছে  6.51 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
  • Oppo A54  ডিভাইসে কাজ করে অক্টা- কোর মিডিয়াটেক হেলিও P35 চিপসেটে।
  • এই ডিভাইসের  সর্বাধিক স্টোরেজ ফিচার হিসেবে রয়েছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।
  • Oppo A54 হ্যান্ডসেটে ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো শুটার ও 2MP ডেপথ সেন্সর। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। 
  • ব্যাটারি ফিচার হিসেবে মিলবে 5,000 mAh ব্যাটারি সাপোর্ট এবং 15w ফাস্ট চার্জের সুবিধা।
  • এই মোবাইল চলবে ColorOs 7.2 নির্ভর অ্যান্ড্রয়েড 10 ভার্সনে।
  • অন্যান্য ফিচারগুলি হল  সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4G কানেক্টিভিটি, ওয়াইফাই, টাইপ সি ইউএসবি কেবিল,হেডফোন জ্যাক।

 

Oppo F19 মডেলের স্পেসিফিকেশন

  • Oppo F19 স্মার্টফোনে রয়েছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লে।
  • এই মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর।
  • স্টোরেজ ফিচার হিসেবে রয়েছে  6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।
  • এই স্মার্টফোনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48MP ক্যামেরা। সঙ্গে রয়েছে 2MP ডেপথ সেন্সর ও 2MP ম্যাক্রো শুটার। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 16MP ক্যামেরা।
  • এই মোবাইল চলবে ColorOS11.1 নির্ভর অ্যান্ড্রয়েড 11 ভার্সনে।
  • এই ডিভাইসের ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে  5,000 mAh ব্যাটারি সঙ্গে 33W ফাস্ট চার্জের সাপোর্ট।
  • অন্যান্য ফিচারগুলি হল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি ইউএসবি কেবিল, 4G কানেক্টিভিটি, Bluetooth সাপোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।

 

 

Digit.in
Logo
Digit.in
Logo