OPPO A31 ফোনের মেন স্পেক্স জানা গেছে

OPPO A31 ফোনের মেন স্পেক্স জানা গেছে
HIGHLIGHTS

ফোনটি মডেল নাম্বার CPH2015 র সঙ্গে দেখা গেছে

OPPO A31 ফোনটির স্পেক্স সামনে এসেছে

OPPO A31 কোম্পানির পরবর্তী মিড রেঞ্জ ফোন হবে যা এর মধ্যে  CPH2015 মডেল নাম্বারের সঙ্গে  FCC আর IMDA তে দেখা গেছে। আর ইন্দোনেশিয়ার সার্টিফিকেশান বডি এই ফোনটিকে Oppo Reno S নামের অনুমতি দিয়েছে। IMDA সার্টিফিকেশানের মাধ্যমে OPPO A31র নামের ব্যাপারে জানা গেছে। CPH2015  স্মার্টফোনটি ব্লুটুথ SIG তে দেখা গেছে যার কিছু স্পেক্স সামনে এসেছে।

OPPO A31 ফোনটির বিষয়ে আমরা যদি বলি তবে 6.5 ইঞ্চির ডিসপ্লে আছে যা ফুল HD+ রেজিলিউশান অফার করে। ডিভাইসে মিডিয়া টেক অক্টা কোর প্রসেসার যুক্ত হবে। আর এই ফোনে 4,230mAh য়ের ব্যাটারি আছে। আর ফলনে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 , ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই সাপোর্ট আছে। আর এই ফোনটি  ColorOS 6.1.2 তে কাজ করবে।

CPH2015 কে FCC সার্টিফিকেশান দেওয়া হয়েছে আর এই ডিভাইসের ডায়মেনশান 164 x 755mm হবে। আর ডিভাইসের ব্যাটারি চার্জ করার জন্য 5V/2A চার্জার দেওয়া হবে। FCC ডকুমেন্টেডে দেখা গেছে যে এই ফোনে ওয়াইটার ড্রপ নচ স্ক্রিন, 3.5mm অডিও জ্যাক একটি USB পোর্ট আর এক্সটার্নাল স্পিকার দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের বা দিকে ভলিউম কন্ট্রোল আর পাওয়ার বটন ডান দিকে দেওয়া হবে।

OPPO F15 সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। স্পেক্সের ক্ষেত্রে এই OPPO F15 ফোনে 6.3 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি  2400×1080 পিক্সালের FHD+ রেজিলিউশান অফার করছে। আর এই ফোনে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে কোয়াড ক্যামেরা দেওয়া হয়েছে যা 48MP (F1.7) য়ের মেন ক্যামেরা। 8MP (F2.25)র আল্ট্রা ওয়াইড ক্যামেরা। 2M (F2.4) ম্যাক্রো লেন্স আর একটি 2M (F2.4)র পোট্রেড লেন্স আছে। আর এই ফোনে সেলফি নেওয়ার জন্য 16MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo