ওয়ানপ্লাস নিয়ে আসছে সস্তা ভ্যারিয়েন্ট OnePlus Z, কম দামে থাকবে তাক লাগানো ফিচার

ওয়ানপ্লাস নিয়ে আসছে সস্তা ভ্যারিয়েন্ট OnePlus Z, কম দামে থাকবে তাক লাগানো ফিচার
HIGHLIGHTS

কোম্পানির এই আগামী ফোন ওয়ানপ্লাস জেড (OnePlus Z) নামে আসতে পারে

ওয়ানপ্লাস জেড ফোনে ৬.৪ ইঞ্চি OLED পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে

গত সপ্তাহে ওয়ানপ্লাস ৮ (OnePlus 8) এবং ওয়ানপ্লাস ৮ প্রো (OnePlus 8 Pro)

এই বছর গুজব ওয়ানপ্লাস-এর (OnePlus) তিনটি স্মার্টফোনের আগমনকে ইঙ্গিত করেছিল। তবে, তাদের মধ্যে মাত্র দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে গত সপ্তাহে ওয়ানপ্লাস ৮ (OnePlus 8) এবং ওয়ানপ্লাস ৮ প্রো (OnePlus 8 Pro)।  এবার কোম্পানি এই সিরিজের তৃতীয় ফোন নিয়ে আসতে চলেছে কোম্পানি।

আগামী ফোন ওয়ানপ্লাস ৮ সিরিজের লাইট ভার্সন হতে পারে। কোম্পানির এই আগামী ফোন ওয়ানপ্লাস জেড (OnePlus Z) নামে আসতে পারে। সম্প্রতি এই ফোনের কিছু ফিচার লীক হয়েছে।

OnePlus Z এর সম্ভাব্য দাম :

অনুমান করা হচ্ছে এই ফোন ৩০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হবে। তবে এই নিয়ে কোম্পানি তরফ থেকে এখনো কিছু জানানো হয়েনি।

OnePlus Z এর সম্ভাব্য ফিচার :

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস জেড ফোনে ৬.৪ ইঞ্চি OLED পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। কোম্পানি এখানে মিডিয়াটেক ডিমেন্সিটি ১০০০ প্রসেসর ব্যবহার করবে।

র‌্যাম ও স্টোরেজের কথা বললে এতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে- ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল। এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Digit.in
Logo
Digit.in
Logo