OnePlus 13s ভারতে কবে হবে লঞ্চ, কেমন হবে ফিচার, নিজেই জানালো কোম্পানি

HIGHLIGHTS

আপকামিং OnePlus 13s ফোনের ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে কোম্পানি

আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হবে

লেটেস্ট স্মার্টফোনটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ কববে

OnePlus 13s ভারতে কবে হবে লঞ্চ, কেমন হবে ফিচার, নিজেই জানালো কোম্পানি

লেটেস্ট টিজার থেকে আপকামিং OnePlus 13s ফোনের ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে কোম্পানি। আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হবে। ওয়ানপ্লাস ১৩এস কোম্পানির কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইস হবে যা বাজারে Xiaomi 15 এবং iPhone 15 কে প্রতিযোগিতা দেবে। অনুমান করা হচ্ছে যে আপকামিং ওয়ানপ্লাস ফোনটি কোম্পানির OnePlus 13T এর রিব্র্যান্ড ভার্সন হবে যা এপ্রিল মাসে চীনে আনা হয়েছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অনুমান করা হচ্ছে যে আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম কোম্পানির ওয়ানপ্লাস ১৩ এর তুলনায় কম হবে। লেটেস্ট স্মার্টফোনটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ কববে।

আরও পড়ুন: Google IO 2025: গুগল এর বড় ইভেন্টে Gemini AI এর একাধিক ফিচারের ঘোষণা

ভারতে OnePlus 13s কবে হবে লঞ্চ

ওয়ানপ্লাস ১৩এস ভারতে 5 জুন দুপুর 12টায় আসবে। কোম্পানির তরফে শেয়ার করা ছবি থেকে জানা গেছে যে আপকামিং ফোনটি তিনটি কালার Black Velvet, Pink Satin এবং Green Silk অপশনে আসবে।

OnePlus announced OnePlus 13s Launch date

আপকামিং ওয়ানপ্লাস ফোনে নতুন Plus Key বোতাম দেওয়া হবে, যা পুরনো অলার্ট স্লাইডারকে পরিবর্তে আসবে। বলে দি যে একই বটন আমরা iPhone 16 এ দেখতে পেয়েছি। যেমনটি আগেই জানিয়েছি যে ওয়ানপ্লাস ১৩এস ফোনের বিক্রি অ্যামাজন সাইট থেকে করা হবে।

ওয়ানপ্লাস ১৩এস ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

হাই পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস ১৩এস ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট অফার করা হবে।

আগেই নিশ্চিত হয় গেছে যে আপকামিং ওয়ানপ্লাস ফোনে 6.32-ইঞ্চি কমপ্যাক্ট ডিসপ্লে থাকবে।

এছাড়া নতুন ওয়ানপ্লাস ফোনে independent G1 Wi-Fi চিপসেট এবং 5.5G নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হবে।

পাওয়ার দিতে কোম্পানির দাবি করেছে যে যেকোনো কমপ্যাক্ট ফোনের তুলনায় এটি সবচেয়ে সেরা ব্যাটারি লাইফ অফার করবে। যেমনটি আমরা জানি যে ওয়ানপ্লাস ১৩টি ফোনে 6260mAh ব্যাটারি দেওয়া হয়ছিল।

টিজার ছবিতে দেখানো ওয়ানপ্লাস ১৩এস ফোনের ডিজাইন OnePlus 13 বা OnePlus 13R এর তুলনায় একদম আলাদা। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেন্সর সহ স্কোয়ার মডিউল সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বোতাম দেওয়া হয়েছে।

দামের কথা বললে, আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম 50,000 টাকা থেকে 60,000 টাকা মাঝামাঝি হবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ realme GT 7T কত টাকায় ভারতে আসবে, লঞ্চের আগেই লিক হল আপকামিং রিয়েলমি ফোনের দাম এবং স্পেক্স

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo