4,500 mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা সহ OnePlus 9RT স্মার্টফোন লঞ্চ, জানুন দাম

4,500 mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা সহ OnePlus 9RT স্মার্টফোন লঞ্চ, জানুন দাম
HIGHLIGHTS

OnePlus 9RT স্মার্টফোনের চিনে দাম শুরু হচ্ছে CNY 3299 থেকে যা ইন্ডিয়ান কারেন্সিতে 38,500 টাকা

এই হ্যান্ডসেট আসছে E4 OLED ডিসপ্লের সঙ্গে সর্বাধিক 12GB RAM+ 256GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে

এছাড়াও OnePlus ব্র্যান্ড লঞ্চ করেছে OnePlus Buds Z2

OnePlus 9RT স্মার্টফোন টেক মার্কেটে লঞ্চ করে গিয়েছে। OnePlus 9R মডেলের পরবর্তী জেনারেশন মডেল হিসেবে এই ফোন মার্কেটে হাজির হয়েছে। যার ফলে নতুন OnePlus 9RT হ্যান্ডসেটে যুক্ত হয়েছে বেশ কিছু অভিনব আপগ্রেড। এছাড়াও OnePlus ব্র্যান্ড লঞ্চ করেছে OnePlus Buds Z2 । খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করবে এই নতুন মডেল, বলে জানা গিয়েছে।

OnePlus 9RT চিনের মার্কেটে লঞ্চ করেছে। ওখানে লঞ্চ হওয়া এই নতুন মডেলের দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও চিনে লঞ্চ হওয়া এই নতুন স্মার্টফোনের লঞ্চের ওপর ভিত্তি করে ভারতে এই মডেলের দাম কত হতে পারে তাও আন্দাজ করা সম্ভব হয়েছে। 

OnePlus 9RT স্মার্টফোনের দাম-

OnePlus 9RT হ্যান্ডসেটের বেস ভ্যারিয়েন্ট  8GB +128GB স্টোরেজ ডিভাইসের চিনে দাম রয়েছে CNY 3299। যা ইন্ডিয়ান কারেন্সিতে  38,500 টাকা মতন। অন্যদিকে 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চিনে রয়েছে CNY 3499। যা ভারতীয় টাকায় 41,000 টাকা মতন। এই ফোনের অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট 12GB RAM+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রয়েছে CNY 3799। যা ভারতীয় মুদ্রায় 44,500 টাকা।

এই স্মার্টফোন চিনে পাওয়া যাচ্ছে ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে। OnePlus ব্র্যান্ডের তরফে CNY 100 বা 1100 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে চিনে OnePlus 9RT মডেলের প্রথম সেলে।

OnePlus 9RT স্মার্টফোনের স্পেসিফিকেশন-

OnePlus 9RT মডেল কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটে। এই ফোনের সর্বাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে 12GB RAM+ 256GB ইন্টারনাল  স্টোরেজ। এই হ্যান্ডসেট আসছে 6.62 ইঞ্চির E4 OLED ডিসপ্লের সাথে। স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 120Hz । এই ফোনের পিক ব্রাইটনেস রয়েছে 1300 নিট। আসছে HDR 10+ সাপোর্ট এবং 600Hz টাচ স্যাম্পেল রেটের সঙ্গে। এই ফোন চলবে  Color OS 12 নির্ভর Android 12 অপারেটিং সিস্টেমে।

ক্যামেরা ফিচার হিসেবে OnePlus 9RT মডেলে রয়েছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ। এই ফোন আসছে 50MP Sony IMX766 প্রাইমারি লেন্সের সাথে সঙ্গে রয়েছে OIS সাপোর্ট এবং EIS সাপোর্ট। এছাড়া রয়েছে 16MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16MP সেলফি শুটার।

OnePlus 9 RT ফোন আসছে 4,500 mAh ব্যাটারি এবং 65W র‍্যাপ ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট।

OnePlus Buds Z2

OnePlus Buds ডিভাইসের পরবর্তী জেনারেশন হিসেবে লঞ্চ করেছে OnePlus Buds Z2। এই ইয়ারবাড পাওয়া যাবে ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে। OnePlus Buds Z2 আসছে তিনটি মাইক্রোফোনের ফিচার নিয়ে। এতে রয়েছে 11mm ড্রাইভার, 40dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের ফিচার। এই ইয়ারবাড সিঙ্গেল চার্জে দেবে টানা 27 ঘণ্টার ব্যাটারি লাইফ। এছাড়া এতে রয়েছে ওয়াটারি রেজিস্টেন্স এবং ডলবি অ্যাটমোস সাপোর্ট।

OnePlus Buds Z2 ইয়ারবাডের প্রি-সেল শুরু হচ্ছে আজ থেকে। এই ইয়ারবাডের হোয়াইট ভ্যারিয়েন্টের দাম চিনে CNY 399 (ইন্ডিয়ান কারেন্সিতে 4,600 টাকা) । ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের দাম পড়ছে চিনে CNY 499 (ইন্ডিয়ান কারেন্সিতে 5,800 টাকা) ।

 

Digit.in
Logo
Digit.in
Logo