50MP ক্যামেরা সহ OnePlus 9RT 5G আসছে বাজারে, 14 জানুয়ারি হবে লঞ্চ, থাকবে ওয়্যারলেস ইয়ারফোনও

50MP ক্যামেরা সহ OnePlus 9RT 5G আসছে বাজারে, 14 জানুয়ারি হবে লঞ্চ, থাকবে ওয়্যারলেস ইয়ারফোনও
HIGHLIGHTS

OnePlus 9RT স্মার্টফোনটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে

OnePlus 9RT স্মার্টফোনের পাশাপাশি OnePlus Buds Z2 ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 14 জানুয়ারি লঞ্চ করবে

OnePlus 9RT স্মার্টফোনে একটি 6.62-ইঞ্চি ফুল HD+ Samsung E4 AMOLED ডিসপ্লে দেওয়া হবে

OnePlus 9RT স্মার্টফোনের লঞ্চের তারিখ অবশেষে প্রকাশ করা হয়েছে। কোম্পানি এই স্মার্টফোনের পাশাপাশি OnePlus Buds Z2 ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 14 জানুয়ারি লঞ্চ করবে। OnePlus 9RT এবং OnePlus Buds Z2 ইতিমধ্যেই চিনে লঞ্চ করে দেওয়া হয়েছে। স্মার্টফোনটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের মতো ফিচার্স সহ আসবে, পাশাপাশি ওয়্যারলেস ইয়ারফোন 38 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়ার দাবি করা হয়েছে। আপনি কোম্পানির ইউটিউব চ্যানেলে লঞ্চ ইভেন্টটি লাইভ দেখতে পারবেন।

OnePlus 9RT এর স্পেসিফিকেশন

OnePlus 9RT স্মার্টফোনে একটি 6.62-ইঞ্চি ফুল HD+ Samsung E4 AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1,080×2,400 পিক্সেল রেজোলিউশনের সাথে আসবে। ফোনে Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হবে। এছাড়া, 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকবে। ফোনটি Android 11 ভিত্তিক ColorOS-এ কাজ করবে।

ফটোগ্রাফির জন্য OnePlus 9RT-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি একটি 50-মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, একটি 16-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার পাবে। সেলফির জন্য ফোনে 16-মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। এটি একটি 4,500mAh ব্যাটারি পাবে, যা 65T ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Buds Z2 এর স্পেসিফিকেশন

OnePlus Buds Z2 ইয়ারফোন 11mm ডাইনামিক ড্রাইভার এবং ব্লুটুথ ভার্সন 5.2 কানেক্টিভিটির সাথে আসে। এতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) সাপোর্টের ফিচারও দেওয়া হয়েছে। OnePlus Buds Z2 ফোন একবার চার্জে 38 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে বলে দাবি করা হয়েছে। এগুলোর মধ্যে ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, যার মাধ্যমে 10 মিনিট চার্জে 5 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ তৈরি করা যাবে বলে জানা গেছে। এগুলিতে, টাচ কন্ট্রোল এবং একটি ট্রান্সপেরেন্ট মোড পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo