ONEPLUS 8 PRO 120Hz ডিসপ্লের সঙ্গে পাঞ্চ হোল ক্যামেরা পেতে পারে

ONEPLUS 8 PRO 120Hz ডিসপ্লের সঙ্গে পাঞ্চ হোল ক্যামেরা পেতে পারে
HIGHLIGHTS

OnePlus 8 Pro তে পাঞ্চ হোল ক্যামেরা থাকবে

ফোনে স্ন্যাপড্র্যাগন 865 থাকবে

পরবর্তী OnePlus 8 আর ওয়ানপ্লাস 8 Pro ফোনের বিষয়ে এর মধ্যে একাধিক লিক সামনে এসেছে। লেটেস্টলিক থেকে OnePlus 8 Pro ফোনের ডিসপ্লের বিষয়ে জানা গেছে। OnePlus 8 Pro ফোনের নতুন লিকে ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট দেখা যাবে আর এর বিষয়ে ওয়ানপ্লাস নিজে জানিয়েছে। নতুন ডিসপ্লের স্ক্রিনে 120Hz য়ে কন্টেন্ট দেখা যাবে।

আশা করা হচ্ছে যে OnePlus 8 Pro ফোনে QHD+ প্যানেল থাকবে আর এই ডিসপলের টপে সার্কুলার পাঞ্চ হোল সেলফি ক্যামেরা থাকবে আর এই ফোনের পরবর্তী CAD রেন্ডার দেখা যাবে। ওয়ানপ্লাস এই বছর পপ আপ সেলফি ক্যামেরার বদলে ড্রপ নচ করতে পারে।

লিক অনুসারে OnePlus 8 আর OnePlus 8 Lite ফোনে 6.4 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকবে আর এর রেজিলিউশান 1080×2400 পিক্সাল হবে আর প্রো ভেরিয়েন্টে 6.7 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনে 1440×3140 পিক্সাল রেজিলিউশান অফার করবে। আর এই ডিভাইসে পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর আপনাদের বলে রাখি যে প্রো আর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে 120Hz রিফ্রেস রেট যুক্ত ডিসপ্লে থাকবে আর সেখানে এর লাইট ভার্শানে 90Hz রিফ্রেশ রেট থাকবে বলে মনে করা হচ্ছে।

পার্ফর্মেন্সে আপনারা OnePlus 8 আর 8 Pro ফোনে স্ন্যাপড্র্যাগন 865 মোবাইল প্ল্যাটফর্ম আর X55 5G মোডেম রাখা হবে। আর এই ডিভাইসে 12GB র LPDDR5 RAM আর 256GB র ইনবিল্ট স্টোরেজ থাকবে। আর এই OnePlus 8 Lite ফোনে মিডিয়াটেক ডমিস্টেফাই 1000 SoC থাকতে পারে। আর এই ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ থাকতে পারে।

ভায়া;

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo