ONEPLUS 8 PRO ফোনটি 12GB র‍্যামের সঙ্গে আসবে

ONEPLUS 8 PRO ফোনটি 12GB র‍্যামের সঙ্গে আসবে
HIGHLIGHTS

OnePlus 8 সিরিজ দ্বিতীয় কোয়াটারে আসবে

120Hz রিফ্রশ রেট ডিসপ্লে যুক্ত ফোন হবে

ওয়ানপ্লাস 8 Pro কোয়াড ক্যামেরার ফোন হবে

চিনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ লাইনআপের কাজ শুরু করেছে। OnePlus 8 Pro গিকবেঞ্চে লিস্টেড করা হয়েছে আর লিস্টিং থেকে জানা গেছে যে এই ফোনে 12GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড 10 আপডেট আসবে। আর লিস্টিং থেকে এইফনের কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 থাকবে আর এই ফোনের কোড নেম কোনা দেওয়া হয়েছে।

রিউমার্স থেকে জানা গেছে যে OnePlus 8 সিরিজের তিনটি ডিভাইস আসবে যা তিনটি ফোন আনবে এগুলি হল- OnePlus 8, ONEPLUS 8 PRO  আর OnePlus 8 Lite । ওয়ানপ্লাস 8 য়ের নতুন লিক থেকে এই ফোনের ফিচার্স আর স্পেসিফিকেশান একটু হলেও জানা গেছে।

OnePlus 8 সিরিজের স্পেক্স

লিক অনুসারে OnePlus 8 আর OnePlus 8 লাইট ফোনে 6.4 ইঞ্চির  FHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে। আর এর রেজিলিউশান 1080×2400 পিক্সাল হবে। আর এই ফোনে 6.7 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে যা  1440×3140 পিক্সাল রেজিলিউশান অফার করবে। আর এই ডিভাইসে পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এই ফোনে আপনারা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে  120Hz  রিফ্রেশ রেড়টের ডিসপ্লে পাবেন আর স্কেহানে লাইট ভার্সানে 90Hz রিফ্রেশ রেট আসবে।

পার্ফর্মেন্সের ক্ষেত্রে এই OnePlus 8 আর 8 Pro  ফোনে স্ন্যাপড্র্যাগন 865 মোবাইল প্ল্যাটফর্ম হিসাবে X55 5G মোডেম আসবে,। আর এই ডিভাইসে 12GBর  LPDDR5 র‍্যাম আর 256GBর ইনবিল্ড স্টোরেজ থাকেব। আর ওয়ানপ্লাস 8 লাইট ফোনে আপনারা মিডিয়াটেক ডমিস্টেফাই 1000 SoC পাবেন। আর এই ফোনে 8GB র‍্যাম 256GB র স্টোরেজ থাকতে পারে।

আর এর সঙ্গে OnePlus 8 ফোনে 64GB র ক্যামেরা থাকবে আর এই ফোনে এর সঙ্গে 10X হাইব্রিড জুম আর টেলিফটো লেন্স আর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকেব। আর এর সঙ্গে ONEPLUS 8 PRO  ফোনে আপনারা চতুর্থ ক্যামেরা পাবেন যা 3D ToF ক্যামেরা হতে পারে।

আর এবার যদি আমরা OnePlus 8 Lite ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন যার মেন ক্যামেরা 48MP র হবে আর এর সঙ্গে এই ফোনে আপনারা 8 MP র ক্যামেরা পাবেন আর সঙ্গে 2MP র ডেপথ সেন্সার পাবেন। আর এই ফোনে রেয়ার ক্যামেরাতে OIS আর EIS য়ের সাপোর্ট থাকতে পারে।

ওয়ানপ্লাস 8 সিরিজে আপনারা গালস ব্যাক ডিজাইন পেতে পারেন আর এর সঙ্গে এই ফোনে ডাস্ট আর ওয়টার রেজিস্টেন্স হবে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 OS পাবেন আর সঙ্গে এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর এই ফোনে আপনারা মানে লাইট ভার্সানে 30W ফাস্ট চার্জ আর প্রো ভেরিয়েন্টে 4500mAh য়ের ব্যাটারি আর 35W ফাস্ট চার্জ থাকতে পারে।

OnePlus 8 সিরিজের আনুমানিক দাম

OnePlus 8  ফোনটি  CNY 3,699 (প্রায় Rs 37,500) দামে লঞ্চ করা হতে পারে আর এই ফোনের প্রো ভেরিয়েন্টের দাম CNY 4,999 (প্রায় Rs 51,000) প্রাথমিক দাম হতে পারে। আর এর সঙ্গে ওয়ানপ্লাস 8 Lite ফোনের দাম CNY 2,999 (প্রায় Rs 30,400)  হতে পারে। আর কোম্পানি তাদের 8 সিরিজের ফোন 2020 র দ্বিতীয় কোয়াটারে লঞ্চ করতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo