8GB র‍্যামের সঙ্গে OnePlus 5T Lava Red ফোনটি ভারতে লঞ্চ হল

HIGHLIGHTS

OnePlus 5T Lava Red এডিশানের দাম 37,999 টাকা

8GB র‍্যামের সঙ্গে OnePlus 5T Lava Red ফোনটি ভারতে লঞ্চ হল

OnePlus 5T Lava Red এডিশান ভারতে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটির দাম 37,999 টাকা। এই ফোনটি গত বছর চিনে লঞ্চ করা হয়েছিল। এই ডিভাইসটিতে 8GB র‍্যাম আর  128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটি অনলাইন ওয়েবসাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। এই ফোনটির প্রথম সেল 20 জানুয়ারি দুপুর 12টায় হবে।

OnePlus 5T Lava Red ভেরিয়েন্টটিতে ফুল HD রেজিলিউশানের সঙ্গে 6 ইঞ্চির অপটিক AMOLED ডিসপ্লে যুক্ত। এই ডিভাইসের অন্যান্য স্পেশিফিকেশান একই, কিন্তু মনে করা হচ্ছে যে এই ফোনটি শুধু 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ অপশানের সঙ্গেই পাওয়া যাবে।

এই ফোনটিতে মানে OnePlus 5T Lava Red ভেরিয়েন্টে 20+16MP’র রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এতে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo