Amazon GIF 2023 Sale: 6000 টাকার বেশি ছাড়ে কেনা যাবে Oneplus 11 5G ফোন, সঙ্গে বিনামূল্যে মিলবে ইয়ারবাড

Amazon GIF 2023 Sale: 6000 টাকার বেশি ছাড়ে কেনা যাবে Oneplus 11 5G ফোন, সঙ্গে বিনামূল্যে মিলবে ইয়ারবাড
HIGHLIGHTS

Oneplus 11 5G ফোনে কুপর অফার, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং OnePlus Buds Z2 বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে ওয়ানপ্লাস 11 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 56,998 টাকায় লিস্ট রয়েছে

Oneplus 11 5G ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে

Amazon.in Great Indian Festival 2023: আপনি যদি ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oneplus 11 5G কেনার কথা ভাবছেন, তবে ই-কমার্স সাইট Amazon GIF 2023 Sale আপনাকে দারুন সুযোগ দিচ্ছে। সেল চলাকালীন Oneplus 11 5G ফোনে কুপর অফার, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং OnePlus Buds Z2 বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। এখানে আমরা OnePlus Buds Z2 ফোনের অফার সম্পর্কে বলবো।

OnePlus 11 5G এর দাম

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে ওয়ানপ্লাস 11 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 56,998 টাকায় লিস্ট রয়েছে। এছাড়া ফোনে 4000 টাকার কুপন ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ফোনে EMI অপশনও দেওয়া হচ্ছে। ফোনটি কিনতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে Samsung, LG, Redmi-এর 65 ইঞ্চি 4K স্মার্ট টিভি, দেখুন লিস্ট

Oneplus 11 5G amazon GIF sale discount offer
OnePlus 11 5G এর দাম

ব্যাঙ্ক অফারের আওতায়, গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 2250 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যেতে পারে। এই সমস্ত ডিসকাউন্টের পরে ফোনটি মাত্র 50,748 টাকায় আপনার হতে পারে। শুধু তাই নয়, কোম্পানি 3999 টাকা দামের OnePlus Buds Z2-ও বিনামূল্যে পাওয়া যাবে।

কেন কিনবেন OnePlus 11 5G ফোন

ওয়ানপ্লাস 11 5G ফোনে রয়েছে 6.7-ইঞ্চি Quad HD+ কার্ভড AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 3216 x 1440 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

ফোনটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 জেন 2 4nm প্রসেসরে কাজ করে।

OnePlus 11 5G Specification Price in India
OnePlus 11 5G Specification Price in India

ক্যামেরার কথা বললে, Oneplus 11 5G ফোনে 50-মেগাপিক্সেলের প্রথম সেন্সর, 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 32-মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা দেওয়া। ফোনের ফ্রন্টে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Samsung Galaxy A05s: 18 অক্টোবর সস্তার ফোন লঞ্চ করবে স্যামসাং, দাম এবং কী স্পেসিফিকেশন থাকবে জানুন

এই ফোনে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo