Amazon India তে Huawei P30 আর P30 Pro র জন্য ‘নোটিফাই মি’ পেজ লাইভ হল

Amazon India তে Huawei P30 আর P30 Pro র জন্য ‘নোটিফাই  মি’ পেজ লাইভ হল
HIGHLIGHTS

Huawei P30 আর P30 Pro ফোনের জন্য অ্যামাজন ইন্ডিয়ারে লাইভ পেজ দেখে মনে হচ্ছে যে এই ফোন গুলি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে

হাইলাইট

  • ভারতে তাড়াতাড়ি Huawei P30 আর P30 Pro লঞ্চ হবে
  • অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে
  • প্যারিসে এই ডিভাইসটি লঞ্চ হয়েছে

 

প্যারিসে Huawei র ফ্ল্যাগশিপ ডিভাইস P30 আর P30 Pro লঞ্চ হয়েছে আর এবার এই ফোন গুলি ভারতে আসার পালা। Amazon India তে এই Huawei P30 আর P30 Pro ফোন দুটির অফিসিয়াল নোটিফাই মি পেজ লাইভ হয়েছে। আর এই দুটি ফোন প্যারিসের একটি ইভেন্টে লঞ্চ হয়েছে আর কোম্পানি ভারতের লঞ্চের বিষয়ে টুইট করেছে।

Huawei P30 ডিভাইসটি র বৈশিষ্ট্য এর ক্যামেরা বলে মনে করা হচ্ছে। গত বছরের P20 Pro ফোনে ফটোগ্রাফির আলাদা একটা মাত্রা তৈরি করেছি। আর এবার কোপম্পানি সেই বিষয়টিই আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। P30 Pro ফোনের ব্যাক সাইটে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Huawei P30 আর P30 Pro ফোনের স্পেসিফিকেশান

Huawei P30 Pro র ব্যাকে Leica র কোয়াড ক্যামেরা সেটআপ আছে যাতে একটি 40 মেগাপিক্সালের সুপারস্প্রেকট্রাম প্রাইমারি সেন্সার আছে। আর অন্যটি 20MP র আলট্রা ওয়াইড ক্যামেরা আর তৃতীয়টি 8MP র টেলিফটো (5X জুম) লেন্স আর একটি টাইম অফ ফ্লাইট(TOF) ক্যামেরা। P30 তে TOF ক্যামেরা সেন্সার নেই আর এই ডিভাইসে 40Mp র প্রাইমারি সেন্সার, 16MP র আলট্রা ওয়াইড সেন্সার আর 8MPর টেলিফটো সেন্সার (3X জুম) সেন্সার আছে। দুটি স্মার্টফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

P30 স্মার্টফোনে 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে আর যেখানে P30 Pro ফোনে 6.47 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ডিসপ্লের রেজিলিউশান 2340×1080 র HD+ রেজিলিউশানের আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর ফুল স্ক্রিন অভিজ্ঞতার জন্য দুটি স্মার্টফোনেই ডিউড্রপ নচ আছে।

দুটি ফোনেই Huawei র লেটেস্ট Kirin 980 SoC আছে। আর এটি 7nm চিপসেট ডুয়াল NPU সাপোর্ট যুক্ত আর এটি গত বছরের Mate 20 সিরিজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। P30 ফোনে 6GB/8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর সেখানে P30 Pro ফোনে আপনারা 8GB র‍্যামের সঙ্গে 128GB / 256GB / 512GB স্টোরেজ পাবেন। আর P30 Pro ফোনে একটি 4,200mah য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 40W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর সেখানে P30 ফোনে 3,650 mAH ব্যাটারি আছে যা 22.5W চার্জার আছে। Huawei র এই ফোনে গ্রাফোন ফিল্ম কুলিং সিস্টেম আছে আর যা ডিভাইসে সহজে হেভি টাস্ক করার ক্ষমতা দেয় আর দেখে যে এটি যাতে ওভার হিট না হয়।

সুরক্ষার জন্য ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে আর এই ডিভাইসের ফেস আনলক সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে ডুয়াল সিম কার্ড স্লট আছে যা VoLTE সাপোর্ট করে আর এই ফোনে অ্যান্ড্রয়েড পাই নির্ভর EMUI 9.1আছে।

দাম

Huawei P30 আর P30 Pro ফোন দুটি কিছু দেশে আসবে। P30 ফকনটির দাম EUR 799(প্রায় 62,250 টাকা) থেকে শুরু। আর P30 Pro র দাম 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম EUR 999(প্রায় 77,990 টাকা) আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 1,099 (প্রায় 85,650 টাকা) রাখা হয়েছে। আর আমরা যদি এই ফোনের হাই ভেরিয়েন্টের বিষয়ে বলি তবে এটি 8GB র‍্যাম আর 512GB স্টোরেজ যুক্ত যার দাম EUR 1,249 (প্রায় 97,300 টাকা) রাখা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo