NOKIA 6.1 ফোনটি সস্তা হল

NOKIA 6.1 ফোনটি সস্তা হল
HIGHLIGHTS

নোকিয়া 6.1 ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা হয়েছে

এই ফোনটি 2018 র এপ্রিলে লঞ্চ হয়েছিল

Nokia 6.1 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 SoC আছে

সম্প্রতি Nokia 6.1 ফোনের দাম কমেছে। আর এবার এই ফোনটি 6,999 টাকা প্রাথমিক দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটি দাম কমার পরে এই ফোনটি নতুন দামের সঙ্গে নোকিয়া অনলাইন স্টোর থেকে কেনা যাবে। আর এই ফোনটি 2018 সালে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটি 3GB/32GB আর 4GB/64GB ভেরিয়েন্টে এসেছে। আর এই ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে এসেছে।

ভারতে Nokia 6.1 য়ের দাম

ভারতে এই ফোনটি নোকিয়ার অনলাইন স্টোরে লিস্ট করা হয়েছে। আর এই ফোনটি 6,999 টাকার প্রাথমিক দামে কেনা যাবে। আর এই দাম ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। আর এই ফোনটি ভারতে 16,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল।

Nokia 6.1 ফোনের স্পেসিফিকেশান

এই নোকিয়া ফোনে আপনারা 5.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 16:9। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আছে।

ফোনে আপনারা 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম 64GB স্টরেজ পাবেন। আর এই ফোনটিরে একটি 3000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি ফ্রন্টে 8MP র ক্যামেরা যুক্ত আর রেয়ারে একটি 16MP র ক্যামেরা পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo