NOKIA 1 আর NOKIA 3.1 PLUS ফোন দুটি জুলাই অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পেয়েছে

NOKIA 1 আর NOKIA 3.1 PLUS ফোন দুটি জুলাই অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পেয়েছে
HIGHLIGHTS

Nokia 1 আর Nokia 3.1 Plus ফোন দুটি নতুন আপডেট পেল

Nokia 1 য়ের আপডেট সাইজ 75.3MB

HMD গ্লোবাল তাদের Nokia 1 আর Nokia 3.1 প্লাস ফোন দুটির জন্য জুলাই মাসের সিকিউরিটি আপডেট করেছে। আর এবার এই আপডেট বাছাই করা বাজারে আসবে। এই সময়ে Nokia 1 শ্রীলঙ্কা তে আপডেট পেয়েছে আর এই আপডেটের সাইজ 75.3MB।

NPU য়ের রিপোর্ট অনুসারে Nokia 3.1 Plus ফোনটি 2019 সালের জুলাই মাসে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাবে। আর এই আপডেট ভারতের ফোনের জন্য এসেছে আর এই আপডেটের সাইজ 85.4MB। আর এই আপডেট OTA হিসাবে ফেজ ম্যানারে আসবে। আর ইউজার্সরা এই আপডেট পুশ নোটিফিকেশান পাবে। আর এছাড়া ইউজার্সরা সেটিংসে গিয়ে সিস্টেম অপশানে গিয়ে এটি সিস্টেম আপডেটে গিয়ে আপডেট চেক করতে পারবেন।

Nokia 1 ফোনটিতে 4.50 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে কোয়াড কোর প্রসেসার আছে যা 1.1GHz য়ে ক্লক স্পিড যুক্ত। আর এই ফোনে 1GB র‍্যাম দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে আপনারা 8GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর এই ফোনটিতে আপনারা একটি 5MP র রেয়ার আর 2MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 2150mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo