মাইক্রোসফটের হাত ধরেই ফের বাজারে আসতে চল্লো নোকিয়া

মাইক্রোসফটের হাত ধরেই ফের বাজারে আসতে চল্লো নোকিয়া
HIGHLIGHTS

এই নতুন ফোন Nokia216 ভারতের বাজারে চলে আসবে আগামী মাসেই৷ ভারতীয় মূল্যে এর দাম হবে আনুমানিক ২৫০০ টাকা৷

বাজারে বেশ অনেকদিন ধরেই নোকিয়া’র উপস্থিতি সেভাবে সাড়া ফেলেনি৷ মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছিল, তাদের ফিচার ফোনের ব্যবসা এফআইএইচ সংস্থার হাতে তুলে দেবে৷ কিন্তু হঠাৎ ২০ সেপ্টেম্বর তারা জানায় নতুন নোকিয়া ফিচার ফোন নিয়ে আসছেন তারা৷

সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করার পর নোকিয়া ব্যবহারকারী ক্রেতারাও বেশ উৎসাহিত৷ সূত্রের খবর, এখনও ফিচার ফোনের ব্যবসা সংস্থার আয়ের বেশ খানিকটা ধরে রেখেছে৷ ফলে আবার বাজারে নোকিয়ার ফিচার ফোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল সংস্থা৷

আরও দেখুন : এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন

এই নতুন ফোন Nokia216 ভারতের বাজারে চলে আসবে আগামী মাসেই৷ ভারতীয় মূল্যে এর দাম হবে আনুমানিক ২৫০০ টাকা৷

কিন্তু নতুনত্ব কী থাকছে এই ফোনে?

Nokia 216 নামের এই ফোনে পাওয়া যাবে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে৷ এর ফলে পুরনো ফোনের থেকে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হবে অনেকটাই ভাল৷ এছাড়া ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাও থাকছে ফোনে৷  বহু ফিচারস সমৃদ্ধ না হলেও বাজারদর অনুযায়ী এই ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে বলেই মনে করছে সংস্থা৷

বছরের শুরুতে মনে করা হচ্ছিল এই বছরের শেষের দিকেই ‘validity’ খোয়াবে লুমিয়া৷ কিন্তু সম্প্রতি এই ফিচার ফোন বাজারে আসায় ফের আশায় বুক বাঁধছেন লুমিয়াভক্তরা৷

আরও দেখুন : বাজারে লঞ্চ করল সর্বাধুনিক আইফোন ওয়াটারপ্রুফ আইফোন 7, আইফোন 7 প্লাস

আরও দেখুন : বাজারে প্রস্তুত হলো LG V20 স্মার্টফোন, বিশ্বের প্রথম ফোন যা অ্যান্ড্রয়েড 7.0 নগাট দিয়ে সজ্জিত

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo