Nothing Phone 3 শীঘ্রই হবে লঞ্চ, মিলবে ফ্ল্যাগশিপ চিপসেট, হাই-টেক ক্যামেরা, জানুন কত হবে দাম
Nothing Phone 3 চলতি বছরের শুরুর দিকে আসবে জানিয়েছে নাথিং কোম্পানির সিইও কার্ল পেই
নাথিং ফোন 3 এর সাথে কোম্পানি এবার প্রথমবার Pro Model ও আনতে পারে
কার্ল পেই সম্প্রতি নিশ্চিত করেছে যে নাথিং ফোন 3 চলতি বছরে প্রথম 3 মাসের মধ্যে আনা হবে
Nothing Phone 3 চলতি বছরের শুরুর দিকে আসবে জানিয়েছে নাথিং কোম্পানির সিইও কার্ল পেই। স্মার্টফোন কোম্পানি আপকামিং নাথিং ফোন 3 তে একগুচ্ছ আপডেট আনতে চলেছে। এছাড়া নাথিং ফোন 3 এর সাথে কোম্পানি এবার প্রথমবার Pro Model ও আনতে পারে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত এবিষয় কিছু নিশ্চিত করা হয়েনি।
আপকামিং নাথিং ফোন 3 সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। লিক হওয়া খবরে আপকামিং নাথিং ফোন 3 এর লঞ্চ তারিখ, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হয়েছে। আসুন এই বিষয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Honor 5G ফোন হল 15000 টাকা সস্তা, নতুন দাম জেনে চমকে যাবেন
কবে লঞ্চ হবে Nothing Phone 3
এখন পর্যন্ত নাথিং ফোন 3 এর লঞ্চ তারিখ সম্পর্কে কিছু নিশ্চিত জানা যায়নি। কার্ল পেই সম্প্রতি নিশ্চিত করেছে যে নাথিং ফোন 3 চলতি বছরে প্রথম 3 মাসের মধ্যে আনা হবে। তবে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করেনি কোম্পানি।
কেমন হবে নাথিং ফোন 3 এর স্পেসিফিকেশ এবং ফিচার
রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন 3 বাজারে বাজেট দামে আসতে পারে। এতে Snapdragon 8s Gen 3 বা মিডিয়াটেক ডাইমেনশন 9200+ প্রসেসর পাওয়া যেতে পারে। এতে 6.5-ইঞ্চি স্ক্রিন এবং একটি ইউনিক ডিজাইন দেওয়া হবে।
পাশাপাশি, প্রো ভ্যারিয়্যান্টে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ 6.67-ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন সহ 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট রয়েছে। ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করবে। ফোনের সাথে 12GB RAM এবং 512GB স্টোরেজ পেয়ার করা যেতে পারে।
কোম্পানি নিশ্চিত করেছে যে এই ডিভাইসটি একাধিক AI ফিচার থাকবে। এছাড়া নাথিং ফোন 3 তে একশন বোতাম মতো কাস্টামাইজেবল এর সুবিধা থাকবে বলে জানা গেছে। এটি Apple এর আইফোন 16 সিরিজেও দেওয়া হয়েছে।
নাথিং ফোন 3 এর ভারতে কত দাম হবে
দামের কথা বললে, নাথিং ফোন 3 এর দাম প্রায় 45,000 টাকা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রো ভ্যারিয়্যান্টের দাম 55,000 টাকার বেশি হতে পারে। তবে এই দাম লিক হওয়া রিপোর্টের ভিত্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: Instagram আনছে নতুন ভিডিও এডিটিং অ্যাপ, AI ফিচার সহ সহজে শেয়ার এবং এডিট হবে আপনরা Reel
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile