Instagram আনছে নতুন ভিডিও এডিটিং অ্যাপ, AI ফিচার সহ সহজে শেয়ার এবং এডিট হবে আপনরা Reel
আমেরিকায় TikTok ব্যান হওয়ার পরেই Instagram একটি নতুন অ্যাপ লঞ্চের ঘোষণা করেছে
ইনস্টাগ্রাম কোম্পানি Edits নামের একটি নতুন ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে আসছে
এই অ্যাপটি মার্চ মাস পর্যন্ত লঞ্চ করা যেতে পারে
জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Instagram গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার নিয়ে আসে। আমেরিকায় TikTok ব্যান হওয়ার পরেই ইনস্টাগ্রাম একটি নতুন অ্যাপ লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানি Edits নামের একটি নতুন ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে আসছে। ইনস্টাগ্রাম এর প্রধান এডম মোসেরি এই অ্যাপের ঘোষণা করেছে। এই অ্যাপটি মার্চ মাস পর্যন্ত লঞ্চ করা যেতে পারে এবং এটি অ্যাপ স্টোরে লিস্ট কররা হয়েছে।
এডিট নামের এই অ্যাপটি ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে যারা ফোনে ভিডিও তৈরি করতে পছন্দ করেন। এতে একাধিক ভিডিও এডিটিং টুল পাওয়া যাবে, যা গ্রাহকদের দুর্দান্ত দেবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Honor 5G ফোন হল 15000 টাকা সস্তা, নতুন দাম জেনে চমকে যাবেন
মেটার Instagram এডিটিং অ্যাপ
মোসেরির মতে, এডিটস অ্যাপটি কেবল একটি ভিডিও এডিটিং অ্যাপ নয়। এটি ভিডিও তৈরি এবং সহজে শেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটিতে একটি ইনস্পিরেশন ট্যাব, প্রাথমিক ধারণার জন্য একটি প্লেস এবং সমস্ত এডিটিং টুল রয়েছে। এতে একিট হাই-কোয়ালিটি ক্যামেরাও রয়েছে।
AI সাপোর্ট অফার করবে নতুন Edits App
নতুন এডিটিং অ্যাপ AI ফিচার সাপোর্ট করতে পারে। গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ড বদলানো এবং এতে দুর্দান্ত এলিমেন্টস যোগ করার বিকল্প পাবেন। এছাড়া থাকছে নতুন এডিটিং অ্যাপে একাধিক ভিডিও এবং অডিও লেয়ার যোগ করার সুবিধা। সাথে এডভান্স ভিডিও এডিটিং ফিচার। তবে আপাতত গ্রাহকদের অ্যাপের মধ্যে একটি বেস এডিটিং সুবিধা দেওায় হবে।
আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাপ এর মাধ্যমে এডিটিং করতে চান, তবে এতে আপনি রিল এর সাথে বেসিক এডিটিং এর অপশন দেওয়া হচ্ছে। গ্রাহকরা এত তাদের ভিডিও স্পিড বাড়াতে বা কম করতে পারেন, বরং এতে মিউজিক, টেকস্ট এবং স্টিকারও যোগ করতে পারেবন।
আরও পড়ুন: 30 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, মিলবে 60 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile