10,999 টাকায় Nokia C30 স্মার্টফোন লঞ্চ, রয়েছে 6000mAh ব্যাটারি

10,999 টাকায় Nokia C30 স্মার্টফোন লঞ্চ, রয়েছে 6000mAh ব্যাটারি
HIGHLIGHTS

Nokia C30 স্মার্টফোনের ভারতে দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে

এই ডিভাইস আসছে 6000 mAh ব্যাটারির সঙ্গে

জিও দিচ্ছে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের এক্সক্লুসিভ অফার

নোকিয়া ব্র্যান্ড সম্প্রতি নিজেদের লেটেস্ট "C" সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। Nokia C30 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। জিও সংস্থা এই স্মার্টফোনের ওপর দিচ্ছে এক্সক্লুসিভ অফার। যার মাধ্যমে ইউজারেরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই স্মার্টফোন কিনতে পারবেন।

Nokia C30 মোবাইলে রয়েছে 6.82 ইঞ্চির ডিসপ্লে। এই ডিভাইস চলছে Unisoc SC9863A SoC প্রসেসরে। এই হ্যান্ডসেট আসছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। Nokia C30 মোবাইলে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা এবং 5MP সেলফি শুটার। এই ডিভাইস আসছে 6000 mAh ব্যাটারির সঙ্গে।

ভারতে Nokia C30 স্মার্টফোনের দাম –

ভারতে Nokia C30 মোবাইলের 3GB RAM+32GB ইন্টারনাল সমেত মডেলের দাম পড়ছে 10,999 টাকা। অন্যদিকে 4GB RAM+ 64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। এই স্মার্টফোনের সেল বিভিন্ন অফলাইন স্টোর এবং অনলাইন ই- কমার্স সাইটেও শুরু হবে কিছুদিনের মধ্যেই।

জিও Exclusive Offer হিসেবে এই মোবাইল কিনলে পাওয়া যাবে 10% ছাড়। পাওয়া যাবে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে এই অফার পাওয়া যাবে My Jio অ্যাপ এবং জিও স্টোর থেকে কিনলেই। সেলফ এনরোলমেন্টের 15 দিন পর ইউজারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে।

Nokia C30 স্পেসিফিকেশন-

ওজন এবং ডাইমেনসন: এই স্মার্টফোনের ওজন 237 গ্রাম। এই ডিভাইসের মেজর রয়েছে 177.7 X 79.1 X 9.9mm।

প্রসেসর: এই হ্যান্ডসেট আসছে Unisoc SC9863A SoC প্রসেসরের সঙ্গে।যেখানে রয়েছে 4 cortex A-55 কোর,1.6GHz ক্লকে এবং আরো একটি 4 cortex A-55 কোর যা চলবে 1.2GHz ক্লকে।

ডিসপ্লে: এই ডিভাইসে রয়েছে বেশ বড় সাইজের ডিসপ্লে। মোবাইল আসছে 6.82 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের সঙ্গে। স্ক্রিনের রেজোলিউশন 720×1600 পিক্সেল ।

RAM: Nokia C30 মডেল আসছে 3GB এবং 4GB RAM মডেলের সঙ্গে।

স্টোরেজ: এই ডিভাইস আসছে 32GB এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট মডেলের সঙ্গে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানো যাবে 256 GB পর্যন্ত।

রিয়ার ক্যামেরা : এই ফোন আসছে 13MP মেইন ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সরের সঙ্গে।

ফ্রন্ট ক্যামেরা: এই স্মার্টফোনে রয়েছে 5MP সেলফি শুটার।

ব্যাটারি: এই ডিভাইস আসছে 6000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জের সুবিধা সমেত।

সফটওয়্যার: Nokia C30 চলবে Android 11 Go এডিশনে।

কানেকটিভিটি: এই ডিভাইসে রয়েছে Bluetooth,GPS, Wifi, হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি কেবিলের কানেকশনের ফিচার।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo