Nokia 8 ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও 8.0’র আপডেট পাওয়া শুরু করেছে

HIGHLIGHTS

এই ফোনটিতে 13MP’র তিনটি ক্যামেরা আছে, এই ফোনটির ব্যাকে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর ফ্রন্টে 13MP’র সিঙ্গেল ক্যামেরা আছে

Nokia 8 ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও 8.0’র আপডেট পাওয়া শুরু করেছে

গতমাসে নোকিয়া ফোনের বিটা ল্যাবের কথা ঘোষনা করা হয়েছিল, যাতে Nokia 8 ইউজার্সরা বিটা টেস্ট অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেটের সুযোগ পেয়েছিল। এবার কোম্পানি বলেছে যে এই টেস্টিংটি সম্পূর্ণ হয়েছে আর এবার এই আপডেটটি খুব তাড়াতাড়ি অফিসিয়ালি দেওয়া শুরু হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এখনও অব্দি এটা জানা যায়নি যে Nokia 8 ফোনটি কবে থেকে ওরিও আপডেট পাওয়া শুরু করবে, তবে বিটা টেস্টিং খুব সহজেই হয়েছে আর তাই মনে হচ্ছে যে এই আপডেটটিও খুব তাড়াতাড়িই ইউজার্সরা পাবে।

Nokia 8 ফোনটিতে 5.3 ইঞ্চির কার্ভড HD ডিসপ্লে আছে। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 মোবাইল চিপসেটে কাজ করে। এই স্মার্টফোনটি IP54 সার্টিফায়েড আর এটি নতুন ডিভাইস যাতে নোকিয়ার OZO অডিও ইনহ্যান্সমেন্ট আছে।

Nokia 8 ফোনটির ব্যাটারি 3080mAh এর। এই ফোনটিতে তিনটি 13MP’র তিনটি ক্যামেরা আছে, এই ফোনটির ব্যাকে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর ফ্রন্টে 13MP’র সিঙ্গেল ক্যামেরা আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo