এই বিশেষ ফিচার্সের সঙ্গে Nokia 6 2018 লঞ্চ হয়েগেছে

এই বিশেষ ফিচার্সের সঙ্গে Nokia 6 2018 লঞ্চ হয়েগেছে
HIGHLIGHTS

Nokia 6 2018, গত বছর লঞ্চ হওয়া Nokia 6 এর জায়গা নেবে

অবশেষে আজকে HMD গ্লোবাল তাদের নতুন স্মার্টফোন Nokia 6 2018 লঞ্চ করে দিয়েছে। আপাতত এই ফোনটি চিনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি চিনে 1499 Yuan দামে লঞ্চ করা হয়েছে, যা ভারতীয় টাকার হিসাবে 14,655  টাকা দামের ফোন।

Nokia 6 2018 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আর 64GB’র ইন্টারনালস্টোরেজ ভেরিয়েন্ট, যার দাম 1699 Yuan (প্রায় 16,610 টাকা)। Nokia 6 2018 ফোনটি বাজারে আগে থেকে উপস্থিত Nokia 6 ফোনটির জায়গা নেবে।

আপাতত Nokia 6 2018 ফোনটি চিনে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে। এর প্রথম সেল 10 জানুয়ারি হবে। এটি ব্ল্যাক আর সিলভার রঙে কিনতে পাওয়া যাবে। এই ফোনটি ভারতে কবে থেকে কিনতে পাওয়া যাবে সি বিষয়ে এখনও অব্দি কিছু জানা যায়নি।   

Nokia 6 2018 ফোনটির ফিচারস কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1920×1080 পিক্সাল। এতে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস 3 যুক্ত। এই ফোনটিতে 2.2GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যাড্রিনো 508 GPU আছে। এটি 4GB র‍্যাম যুক্ত ফোন।   

এই ফোনটিতে 16MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8MP’র। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এটি একটি 4G VoLTE ফিচারের ফোন।

Digit.in
Logo
Digit.in
Logo